Consumer Protection Act: প্যাকেটিং পণ্যে ঠকানোর দিন শেষ! এবার নতুন ব্যবস্থা নিলো কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

The central government has enacted a new Consumer Protection Act to prevent counterfeiting of packaging products: ‘প্যাকেটিং পণ্য কবে হয়েছে উৎপাদন? দাম কত? প্রতি ইউনিট কতই বা দাম? কবেই বা সেই পণ্য আমদানি করা হয়েছে? প্যাকেটে পরিলক্ষিত হচ্ছে না? আর বিভ্রান্তি নয়, ক্রেতাদের সুরক্ষার (Consumer Protection Act) কথা ভেবে এক নতুন নিয়ম তৈরি করেছে কেন্দ্র। যেখানে প্যাকেটিং পণ্য ঠকানোর দিন শেষ হবে। প্যাকেটের উপর বড় বড় করে লেখা থাকবে পণ্য সম্পর্কিত যাবতীয় তথ্য। হ্যাঁ, এমনই নিয়মের কথা ঘোষণা করেছে ক্রেতা সুরক্ষা দফতর।

Advertisements

মূলত বহুদিন ধরেই ক্রেতাদের সুরক্ষা (Consumer Protection Act) নিয়ে প্রশ্ন উঠেছে জনমহলে। বিভিন্ন প্যাকেটজাত পণ্যে ঠিকঠাক তথ্য না থাকায় তা না দেখে বা যাচাই না করে রান্না করে অথবা এমনি খেয়ে নিচ্ছে। যার ফলে ক্রেতাদের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তবে আর সেই সমস্যা নয়, সরকার তরফে জানানো হয়েছে এবার পণ্যের প্যাকেট বা মোড়কের উপর বড় বড় করে লিখতে হবে পণ্য তৈরীর তারিখ।

Advertisements

পূর্বে অনেক পণ্যের মোড়কেই পণ্য কবে উৎপাদন হচ্ছে, সেই পণ্য কবে আমদানি হচ্ছে, পণ্যটি মোড়কে কবে ঢুকানো হয়েছে বা পণ্যটি ব্যবহারের জন্য শেষ তারিখ কত এই সমস্ত কিছুই লেখা থাকে। তবে ক্রেতা সুরক্ষার্থে এই বিষয়ে আরো কড়া পদক্ষেপ নিল ক্রেতা সুরক্ষা মন্ত্রক। জানিয়ে দিয়েছেন এবার থেকে পণ্যের মোড়কে স্পষ্টভাবে লিখতে হবে পণ্য উৎপাদনের তারিখ অর্থাৎ পণ্যটি যেদিন তৈরি হবে সেই দিনের তারিখ।

Advertisements

আরও পড়ুন ? Central Govt Home loan Scheme: লোন নিয়ে বাড়ি করতে চান! এবার বড় সুখবর দিল কেন্দ্র

শুধু পণ্য উৎপাদনের তারিখ নয়, পাশাপাশি সেই পণ্যের মোট দাম সংশ্লিষ্ট প্যাকেটে নির্দিষ্টভাবে লেখা থাকতে হবে। যার ফলে সেই প্যাকেটজাত পণ্য নিয়ে কোনো জটিলতা, বিভ্রান্তি সৃষ্টি হবে না ক্রেতামহলে। বছর শুরু হতেই ক্রেতা সুরক্ষা (Consumer Protection Act) মন্ত্রক এই বিষয়টিতে বিশেষ জোর দিয়েছেন। পণ্যের মোট দামের পাশাপাশি পণ্যটি প্রতি ইউনিট কত দাম তারও তথ্য উল্লেখ থাকবে সেই পণ্যে।

উদাহরণস্বরূপ বলা যায় কোনো প্যাকেটে ৫ কেজি পণ্য রয়েছে। সেই ৫ কেজি পণ্যের এমআরপি কত তার পাশাপাশি প্রতি কেজি পণ্যের দাম কত সেটাও লিখতে হবে পণ্য উৎপাদনকারী সংস্থাকে। তরল পদার্থ পণ্যের ক্ষেত্রেও একই নিয়ম। ফলে ক্রেতাদের আর ঠকানোর সুযোগ থাকবে না। এতে ক্রেতামহলে দারুন সুবিধা হবে। অর্থাৎ যে কোনো প্যাকেটজাত পণ্য কিনতে গেলে পণ্য উৎপাদনের তারিখ এবং পণ্যের দাম বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে ঠকানোর কোনো চান্স থাকবে না।

Advertisements