করোনার নয়া স্ট্রেনের আতঙ্কের মাঝেই রাজ্যে ব্রিটেন ফেরৎ ১০৪, আপনার জেলায় কত

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশ সবেমাত্র দিন কয়েক আগে থেকে করোনা সংক্রমণ কমিয়ে স্বস্তির মুখ দেখছিল। আর এই স্বস্তির সময়েই ব্রিটেনে হঠাৎ হাজির করোনার নতুন স্ট্রেন। যা নিয়ে ইতিমধ্যেই বিশ্বাসীদের মধ্যে আতঙ্ক বাড়তে শুরু করেছে। ব্রিটেনের সাথে অধিকাংশ দেশ বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতও। তবে এরই মাঝে অজস্র মানুষ ব্রিটেন থেকে ভারতে পা রেখেছেন।

Advertisements
প্রতীকী ছবি

সূত্র মারফত জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে এসেছেন ৪৩৭১ জন যাত্রী। এরা প্রত্যেকেই নেমেছেন দিল্লি ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। যাদের মধ্যে ১০৪ জন রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আর পশ্চিমবঙ্গের আটটি জেলায় ছড়িয়ে রয়েছেন তারা। এদের প্রত্যেককে নজরে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। দেশে ফেরার পর কোন উপসর্গ দেখা দিল কি না তা খেয়াল রাখতে তাদের উপর ১৪ দিন নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

কোন জেলায় কত ব্রিটেন ফেরৎ

Advertisements

স্বাস্থ্য দপ্তর সূত্র অনুযায়ী জানা গিয়েছে ব্রিটেন ফেরত রাজ্যের এই ১০৪ জন যাত্রীর মধ্যে কলকাতার রয়েছেন ৮৩ জন। ৮ জন রয়েছেন উত্তর ২৪ পরগনার, হাওড়ার রয়েছেন ৪ জন, শিলিগুড়ির ৩ জন, ২ জন করে রয়েছেন হুগলি এবং মুর্শিদাবাদের আর কালিম্পং-এর রয়েছেন ১ জন।

প্রতীকী ছবি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই সকল যাত্রীদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। টানা ১৪ দিন তাদের ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে কোন রকম উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে। এই সকল যাত্রীদের প্রথম ধাপ হলো হোম আইসোলেশন। তবে বিধিনিষেধ না মানলে ফলাফল কোন দিকে গড়াতে পারে তা বোঝাই যাচ্ছে।

যদিও কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সতর্ক থাকতে হবে। যারা সদ্য এসেছেন তাদের সমস্ত রকম পরীক্ষা করা হয়েছে।

Advertisements