এবার ক্রেডিট কার্ড নিয়ে এলো Swiggy, শুরুতেই দিচ্ছে ধামাকা সব অফার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে জনপ্রিয় যে সকল ফুড ডেলিভারি সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম সংস্থাটি হলো সুইগি (Swiggy)। এই সংস্থা বর্তমানে দেশের কোনায় কোনায় তাদের পরিষেবা পৌঁছে দিচ্ছে। পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে সকল জায়গায় ফাঁকফোঁকর রয়েছে সেগুলিও তারা আগামী দিনে পূরণ করবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এবার এই ফুড ডেলিভারি সংস্থার তরফ থেকে সবাইকে চমকে দিয়ে আনা হলো ক্রেডিট কার্ড (Credit Card)। ক্রেডিট কার্ড আনার পরিপ্রেক্ষিতে যেমন সংস্থার তরফ থেকে সবাইকে চমক দেওয়া হচ্ছে ঠিক সেই রকমই শুরুতেই ধামাকা সব অফার দেওয়া হচ্ছে।

Advertisements

সুইগির তরফ থেকে এমন ক্রেডিট কার্ড আনা হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) অংশীদারিত্বে। এই ক্রেডিট কার্ড থেকে আপনি যেমন খাবার থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র কিনতে পারবেন ঠিক সেই রকমই আবার আর্থিক লেনদেনও করতে পারবেন। ক্রেডিট কার্ড লঞ্চ করার সময় যেসব অফার দেওয়া হচ্ছে তাতে সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, ৪২০০০ টাকা সাশ্রয় হবে গ্রাহকদের।

Advertisements

সুইগির এমন ক্রেডিট কার্ড নেওয়ার জন্য জয়েনিং ফি হিসাবে দিতে হবে ৫০০ টাকা। তবে যে সকল গ্রাহকদের বার্ষিক কেনাকাটা বা খরচ ২ লক্ষ টাকা পার হয়ে যাবে তারা এই জয়েনিং ফি’র টাকা ফেরত পাবেন। এর পাশাপাশি এই ক্রেডিট কার্ডে মাসিক টাকা খরচের ক্ষেত্রে উর্ধ্বসীমা নির্দিষ্ট থাকবে। এর পাশাপাশি এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে কি কি সুবিধা পাবেন গ্রাহকরা?

Advertisements

এই ক্রেডিট কার্ড নিলে গ্রাহকরা প্রথম তিন মাসের জন্য সুইগি ওয়ানে (Swiggy One) বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। যার মধ্যে রয়েছে বিনামূল্যে খাবার ডেলিভারি, ডাইনআউট, সুইগি জিনি ও ইন্সটামার্ট। অন্যান্য কেনাকাটার ক্ষেত্রেও রয়েছে এক শতাংশ ছাড়। এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে বছরে ৪২০০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। প্রতিমাসে ১০ শতাংশ বা ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

সুইগী ক্রেডিট কার্ড দিয়ে খাবার অর্ডার করলে এক শতাংশ ছাড় পাওয়া যাবে। বিশ্বের যে কোন প্রান্তে গলফ কোর্সে খেলার সুযোগ পাওয়া যাবে। নির্দিষ্ট করে দেওয়া কিছু হোটেলে বিনামূল্যে একরাত থাকা এবং খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। আগোডা প্ল্যাটফর্ম থেকে হোটেল বুকিং করলে ১২ শতাংশ ছাড় পাওয়া যাবে। প্রতি মাসের ১০ তারিখ সুইগি অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা চলে আসবে।

Advertisements