TMC leader Rajanya Haldar: ক্রাশদের মাথায় হাত! প্রেম নিয়ে যা বললেন রাজন্যা

TMC leader Rajanya Halder’s message astonished her crush: ঘটনাটি ঘটেছে ২১ শে জুলাই, তৃণমূলের শহীদ দিবসের দিন। বর্তমান শাসকদলের অনেক আবেগ জড়িয়ে আছে এই দিনটির সাথে। ২১ তারিখ অগুন্তি মানুষের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রথম সারির কিছু নেতা-মন্ত্রী নিজেদের বক্তব্য পেশ করেছেন। তবে এই বছর এই সদা পরিচিত মুখগুলোর বাইরে এক সুন্দরী যুবতীটি মঞ্চে দেখা যায় বক্তৃতা দিতে। সাধারণ মানুষের মন জয় করে নেন তিনি তার নিজের ঝাঁঝালো বক্তৃতা আর দৃঢ় আত্মবিশ্বাস দিয়ে। এই যুবতী আর কেউ নয়। ইনি হলেন এখন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার (TMC leader Rajanya Haldar)।

মানুষের মন জয় করার সাথে সাথে তিনি অনেক বিতর্কের সাথেও জড়িয়েছেন। কেন সেদিন তাকে মঞ্চে উপস্থিত অত নেতা মন্ত্রীদের ভিড়ে সুযোগ করে দেওয়া হলো!! এর পিছনে রহস্যটাই বা কি? টিএমসি নেত্রী রাজন্যা হালদার (TMC leader Rajanya Haldar) হলেন সোনারপুরের মেয়ে। তিনি কয়েক দিন আগেই এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আর সেখানেই তিনি খোলাখুলি কথা বলেন নিজের প্রেম জীবন থেকে শুরু করে রাজনীতির নানা বিষয়ে।

রাজন্যা হঠাৎ করেই লাইমলাইটে চলে এসেছেন। কিন্তু তার কথা অনুসারে তিনি কোনোদিন জনপ্রিয়তা চাননি। তিনি আরো বলেন সাধারণ মানুষ তাকে দেখে সেলফি তুলতে ছুটে আসছেন কিনা তা নিয়ে ওনার কোনো মাথাব্যথা নেই। তবে তার বিশ্বাস যে সাধারণ মানুষ তাকে নিঃস্বার্থ ভাবে আশীর্বাদ করছেন। আর সংঘঠনের কথা বলতে গিয়ে তিনি বলেন এটি তার দলনেত্রীর আদর্শের মত করে এক অসীম পাওনা।

অনেক হটাৎ এত পরিচিতির কারণে যদি নিজের দলের একাংশের কাছে গাত্রদাহের কারণ হন এই প্রশ্ন করা হলে, প্রত্যুত্তরে উনি বলবেন কাদেরকে উল্লেখ করা হচ্ছে? ওনার মতে দলের ভিতরে এরকম কোনো ঘটনা ঘটতে পরে না। তার অগাধ বিশ্বাস যে তার সাফল্যে বা তার উত্থানে তার দলের লোকেরা কষ্ট পাবেন না। তার কাছে তার দল হলো একটি পরিবার। আর সেখানে ঠোকাঠুকি হতেই পারে কিন্তু দিনের শেষে সকলেই এক এবং একই পরিবারের অংশ। এমনটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন।

রাজন্যার ছবি, ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে তার জীবনে অগুন্তি ক্রাশের উদয় হয়েছে। তৃণমূল নেত্রীর সুন্দর মুখ দেখে ভিরমি খেয়েছেন অনেকেই। তার ব্যক্তিগত জীবনে কেউ আছেন কিনা বা রাজনীতিবিদদের মধ্যেই কাউকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে চলেছেন কিনা এই প্রশ্ন করা হলে তৃণমূল নেত্রী রাজন্যা হালদার (TMC leader Rajanya Halder) মৃদু হেসে জানিয়েছেন প্রেম ছাড়া আমরা কেউই থাকতে পারি না। তিনি আরো বলেছেন তাদের বিশ্ববিদ্যালয়ে একটা কথার প্রচলন আছে সেটি হলো থ্রি পি অর্থাৎ পড়াশোনা, প্রেম, পলিটিক্স। প্রেম তো যে কোনো কিছুর সাথেই হতে পরে সে গান হোক বা বই। উনি বলছেন ওনার প্রেম আছে আর সেটা তিনি গানের কথায় বলতে চান ‘আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে’।