নিজস্ব প্রতিবেদন : দেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক মিলে অজস্র ব্যাঙ্ক থাকলেও সবচেয়ে গুরুত্ব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ৪৫ কোটির বেশি মানুষ এই ব্যাঙ্কের গ্রাহক। যে কারণে এই ব্যাঙ্কের তরফ থেকে কোন ছোটখাট পরিবর্তন করা হলেও তা দেশের সবচেয়ে বেশি মানুষের উপর প্রভাব ফেলে। এবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটে নতুন একটি স্কিম নিয়ে এলো।
মূলত নতুন এই স্কিমে পুরাতন বেশ কিছু ধ্যান ধারণার বদল করা হয়েছে। কারণ জীবনে রোজগারের পাশাপাশি সঞ্চয় করার ক্ষেত্রেও মানুষকে আগ্রহী হতে দেখা যায়। সেই সঞ্চয় আপাতকালীন মুহূর্তে অনেক সময় কাজে লেগে থাকে। কিন্তু ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা পার না হলে তোলা যায় না অথবা তুলে নিলেও বিনিয়োগকারীদের লোকসানের মুখ দেখতে হয়।
এবার এই জটিলতা থেকে মুক্তি দিলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশজুড়ে তাদের কোটি কোটি গ্রাহকদের আকর্ষণীয় হারে সুদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ফিক্সড ডিপোজিট অফার করার পাশাপাশি এবার একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করা হলো। এই ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা রাখলে বিনিয়োগকারীরা যখন খুশি টাকা তুলতে পারবেন। এমনকি তারা টাকা তুলতে পারবেন এটিএম কাউন্টার থেকে অথবা চেক মারফত।
এই স্কিমের বিষয়ে SBI তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিম (MODS) হল মেয়াদী আমানত, যা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। আপনার টাকার প্রয়োজন হলে যেকোনও সময় ১০০০-র গুণিতকে একটি MODS অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। টাকা তোলার পর আপনার MODS অ্যাকাউন্টে পড়ে থাকা ব্যালেন্সের উপর আপনি সুদ পেতে থাকবেন। প্রাথমিক জমার সময় প্রযোজ্য মেয়াদী আমানতের হারেই মিলবে সুদ।’
নতুন এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগকারীরা ন্যূনতম ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের মেয়াদ ১ থেকে ৫ বছর। বিনিয়োগকারীরা ১০০০ টাকার গুণিতক আকারে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম টাকার পরিমাণ থাকলেও উর্ধ্বসীমার কথা বলা হয়নি।