নিজস্ব প্রতিবেদন : জল্পনা মতোই বাস্তব। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে একাধিক হেভিওয়েট নেতা প্রার্থী তালিকা থেকে বাদ যাবেন এমনটাই বারবার উঠে আসছিল। বাদ যাওয়ার পাশাপাশি ঠাঁই পাবে একাধিক নতুন মুখ তা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। আর এই সবকিছুই যেন পর্দার সামনে ফুটে উঠল যখন কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন।
উল্লেখযোগ্য ভাবে এবারের প্রার্থী তালিকায় ঠাঁই হয়েছে ৫০ জন মহিলা প্রার্থীর নাম। পাশাপাশি যে সকল নতুন মুখ উঠে এসেছে তাদের হার বিচার করলে লক্ষ্য করা যাবে তাও প্রায় ৫০ শতাংশের কাছাকাছি। এছাড়াও রয়েছেন একাধিক টলি অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন আমলাদের নাম। পাশাপাশি সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা ৪২, তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীর সংখ্যা ৯৬।
নতুন মুখ
অভিনেতা অভিনেত্রীদের নতুন মুখ ছাড়াও বিবেক গুপ্তা : জোড়াসাঁকো, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির : ডেবরা, ওমপ্রকাশ মিশ্র : শিলিগুড়ি, লিওস কুজুর : কুমারগ্রাম, কাজী আবদুল রহিম : বাদুড়িয়া, কাজল সিনহা : খড়দহ, মনোরঞ্জন ব্যাপারী : বলাগর, রত্না চ্যাটার্জী : পূর্ব বেহালা, সুজাতা মন্ডল খাঁ : আরামবাগ, বিশ্বনাথ পারিয়াল : দুর্গাপুর পশ্চিম।
যারা বাদ পড়লেন
[aaroporuntag]
অর্থমন্ত্রী অমিত মিত্র, সোনালী গুহ, রেজ্জাক মোল্লা, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, দীপেন্দু বিশ্বাস, মইনুদ্দিন শামস, নরেশ চন্দ্র বাউড়ি সহ একাধিক।