Make My Trip: ট্রেনের টিকিট বুকিংয়ে নয়া ফিচার আনল মেক মাই ট্রিপ! মিলবে দুর্দান্ত সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

A new feature for train ticket booking is Make My Trip: সবচেয়ে বড় ভারতীয় পরিবহন ব্যবস্থা হল ভারতীয় রেল পরিষেবা। ভারতীয় রেল যুগ যুগ ধরে পরিষেবা দিয়ে আসছে ধোনি থেকে গরিব সমস্ত শ্রেণীর মানুষকে। নিত্যদিনের যাতায়াত হোক বা দূরের পথ পাড়ি দিতে সকলেরই প্রথম পছন্দ ট্রেনযাত্রা। এই যাত্রা যেমন সুরক্ষিত, তেমনি সাশ্রয়ী। এছাড়া দূরের পথ অতিক্রম করতে হলে, আশপাশের মনোরম দৃশ্য উপভোগ করাও অনেকের কাছে রেল পরিষেবা গ্রহণের অন্যতম কারণ হয়ে থাকে। তবে শুধুমাত্র ভ্রমণ অভিজ্ঞতার জন্য নয়, ভারতীয় রেল পরিষেবা সাধারণ মানুষকে উপকৃত করে এসেছে নানা ভাবে। এবার রেল যাত্রীদের জন্য নতুন সুখবর নিয়ে এলো মেক মাই ট্রিপ (Make My Trip)।

Advertisements

শুধুমাত্র যাতায়াতের জন্য নয়, বহু মানুষ রেল পরিষেবা ব্যবহার করে রুজি রোজগারের কারণেও। সবথেকে বড় পরিবহন ব্যবস্থাটিকেই তারা নিজেদের কর্মক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে। যাত্রী ছাড়াও সেই সমস্ত হকারদেরকেও সুষ্ঠুভাবে পরিষেবা দিয়ে থাকে রেল কর্তৃপক্ষ। তাই মেক মাই ট্রিপের (Make My Trip) আনা নতুন সুখবরটি এই সমস্ত হকারদের জন্য। যাত্রী সুবিধার্থে রেল কর্তৃপক্ষ প্রতিনিয়ত কিছু না কিছু নতুন প্রকল্প এনেই চলেছে। তার সাথে উপরি পাওনা হিসেবে যুক্ত হয়েছে মেক মাই ট্রিপের এই নতুন উদ্যোগ।

Advertisements

প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ ভারতীয় রেল পরিষেবাকে ব্যবহার করে থাকেন বিভিন্নভাবে, বিভিন্ন সময়। তাই রেল পরিষেবাকে আরো উন্নত করতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি উদ্যোগী জনপ্রিয় টিকিট বুকিং সংস্থা মেক মাই ট্রিপও (Make My Trip)। মেক মাই ট্রিপ মূলত একটি অনলাইন টিকিট বুকিং অ্যাপ। এই সংস্থার পক্ষ থেকে নতুন একটি পরিষেবা চালু করা হয়েছে টিকিট বুকিং এর ক্ষেত্রে। তথ্যসূত্রে জানা গেছে, মেক মাই ট্রিপ নতুন সিট লকিং ফিচারস নিয়ে এসেছে তাদের অ্যাপ এবং ওয়েবসাইট উভয় ক্ষেত্রে। এই ফিচারসটি যাত্রী সুবিধার্থে বিশেষ উপযোগী হবে বলে দাবি করছে সংস্থা।

Advertisements

আরও পড়ুন ? Gold Reserve: ভারতে আর কত! এই দেশে রয়েছে ১০ গুণ বেশি সোনা, বিশ্বে কত নম্বরে রয়েছে ভারত

মেক মাই ট্রিপের (Make My Trip) সিট লক ফিচারসটির মাধ্যমে কনফার্ম টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। সে ক্ষেত্রে আগে থেকে টিকিটের দামের ২৫ শতাংশ অর্থ প্রদান করতে হবে গ্রাহককে। টিকিটের বাকি ৭৫ শতাংশ টাকা যাত্রা শুরু হওয়ার ২৪ ঘন্টা আগে পেমেন্ট করে দিতে হবে গ্রাহককে। এই নতুন ফিচার্সটির মাধ্যমে রিজার্ভেশন সিটের সংখ্যা যেমন বাড়বে, তেমনি কমবে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের সংখ্যা। এতে যাত্রীরা তো উপকৃত হবেই পাশাপাশি উপকৃত হবে রেল পরিষেবাও।

টিকিট বুকিং ছাড়াও মেক মাই ট্রিপের (Make My Trip) তরফ থেকে আরো একটি নতুন ফিচারস চালু করা হয়েছে। যাত্রী সুবিধার্থে আপনি যে গন্তব্যে পৌঁছানোর জন্য টিকিট কাটতে চাইছেন সেখানে যদি সরাসরি কোন ট্রেনের ব্যবস্থা না থাকে তাহলে বিকল্প পদ্ধতি হিসেবে বাস বা ট্রেনের মাধ্যমে কিভাবে গন্তব্যে পৌঁছানো যাবে সে বিষয়ে পরামর্শ দেবে মেক মাই ট্রিপ। যাত্রী যদি নির্দিষ্ট সিট বুকিং করতে না পারেন সে ক্ষেত্রেও এই পরিষেবা চালু থাকবে সেই যাত্রীর জন্য। এতে যাতায়াত নিয়ে যাত্রীদের চিন্তা অনেকটাই কমে যাবে। এছাড়া দূরত্ব বৃদ্ধি করার অপশন রয়েছে এই ফিচারস গুলিতে।

Advertisements