৩০ মিনিটে ভারত থেকে শ্রীলঙ্কা, মোদির মাস্টার স্ট্রোকে মাথায় হাত চিনের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের সবচেয়ে কাছের যে সকল প্রতিবেশী দেশ রয়েছে তার মধ্যে অন্যতম হলো শ্রীলঙ্কা। তবে এই দুই দেশের মধ্যে ব্যবধান তৈরি করেছে জলসীমা। যদিও সেই জলসীমা দুই দেশকে (India Sri Lanka ferry) কখনোই দূরে সরিয়ে রাখতে পারেনি। আপদে-বিপদে সবসময় দুই দেশকে একে অপরের জন্য হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে। আর এবার ভারত এমন এক উদ্যোগ নিল, যার পরিপ্রেক্ষিতে ভারত থেকে শ্রীলঙ্কা যাওয়া এখন মাত্র ৩০ মিনিটের খেল।

Advertisements

ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশের উদ্যোগে বিভিন্ন সময় নানান ধরনের পরিষেবা চালু হয়েছে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শ্রীলঙ্কা গিয়েছিলেন সেই সময় দিল্লি এবং কলম্বোর মধ্যে চালু হয়েছিল বিমান পরিষেবা। এরপর শ্রীলঙ্কা থেকে কুশিনগর সরাসরি বিমান পরিষেবা চালু হয়। ২০১৯ সালে জাফনা থেকে চেন্নাই শুরু হয় বিমান পরিষেবা। তবে এবার যে পরিষেবা চালু হলো তাতে ৩০ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে শ্রীলঙ্কা।

Advertisements

প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক রয়েছে। ব্যবসা-বাণিজ্যের দিক দিয়ে নানান আদান প্রদানের পাশাপাশি প্রতিবছর প্রচুর পরিমাণে পর্যটক ভারত থেকে শ্রীলংকা যান। আবার বিভিন্ন কারণে শ্রীলংকা থেকেও বহু মানুষ ভারতে এসে থাকেন। শ্রীলঙ্কা যখন অর্থনৈতিক দিক দিয়ে জর্জরিত হয়ে পড়েছিল সেই সময় ভারত তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছিল। আবার প্রতিরক্ষার দিক দিয়ে ভারত যাতে কোনরকম অসুবিধায় না পড়ে তার জন্য ভারতকেও বিভিন্ন সময় সহযোগিতা করেছে শ্রীলংকা।

Advertisements

এই সকল বিভিন্ন সুসম্পর্কের কারণে এবার দুই দেশের মধ্যে চালু হল ফেরি সার্ভিস (Ferry Service)। এই ফেরি সার্ভিস দুই দেশের দূরত্বকে কয়েকগুণ কমিয়ে দিল। ভারতের নাগাপট্টিনাম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত এই ফেরি সার্ভিসে মাত্র ৩০ মিনিটে ভারত থেকে শ্রীলংকা পৌঁছানো যাবে। এই ফেরি সার্ভিস চালু হওয়ার বিষয়ে সেই সময় কথা হয়েছিল যখন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে ভারতে এসেছিলেন।

দুই দেশের মধ্যে এমন ফেরি সার্ভিস চালু হওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবসা-বাণিজ্যিক দিক দিয়ে অনেক উন্নতি হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক নিবিড় হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো যোগাযোগ ব্যবস্থার উন্নতি। নতুন এই ফেরি সার্ভিস সেই যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। তিন কোটি টাকা ব্যয়ে নাগাপট্টিনাম হার্বার উন্নত করা হয়েছে। আর এখান থেকেই এবার মাত্র ৩০ মিনিটে জলপথে পৌঁছে যাওয়া যাবে শ্রীলঙ্কার কঙ্গেসানথুরাই বন্দরে। এক্ষেত্রে শ্রীলঙ্কাকে ব্যবহার করে চীনের মতো দেশ ভারতের উপর চাপ সৃষ্টি করার যে সকল পরিকল্পনা গ্রহণ করছিল তা এখন অথৈ জলে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শ্রীলংকার সঙ্গে এমন সম্পর্ক তৈরিতে চীনের রীতিমতো মাথায় হাত পড়তে শুরু করেছে।

Advertisements