E20 Flex Fuel: এবার সাশ্রয় হবে অনেক বেশি, বাজারে চলে এলো নতুন এক ধরনের জ্বালানি

Prosun Kanti Das

Published on:

Advertisements

E20 Flex Fuel: এবার সাশ্রয় হবে অনেক বেশি, বাজারে চলে এলো নতুন এক ধরনের জ্বালানি। বর্তমান বাজার দর অনুযায়ী পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বেশি। সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরেই বলা চলে। এই পরিস্থিতিতে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরিবর্ত জ্বালানি হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে অনেক কিছু। সিএনজি চালিত যানবাহনের চাহিদা বাড়ছে ব্যাপক হারে। পাশাপাশি বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদাও। কিন্তু বাজারে এমন একটি নতুন জ্বালানি (E20 Flex Fuel) এসেছে যা আপনাদের খরচ অনেকটা কমিয়ে ফেলতে পারে। এই জ্বালানি সম্পর্কে এখনো হয়তো অনেকেই জানেন না আজকের প্রতিবেদনে নতুন এই জ্বালানি সম্পর্কে আলোচনা করা হলো।

Advertisements

নতুন ধরনের এই ফুয়েলটির (E20 Flex Fuel) নাম ফ্লেক্স-ফুয়েল। এই ফুয়েল সম্পর্কে এখনো পর্যন্ত অনেকেরই হয়তো সঠিক কোন ধারনা নেই। তবে দেশের অনেক সংস্থা এই ফ্লেক্স ফুয়েল চালিত গাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে। এটি বিশেষ এক ধরনের জ্বালানি। মূলত পেট্রোলের সাথে ইথানল যুক্ত করা হয়। ২০% ইথানল এবং ৮০% পেট্রোল মিলিয়ে তৈরি করা হয় এই জ্বালানিটি। মিশ্রণটি সব দিক থেকেই উপকারী। এই জ্বালানি ব্যবহারে পরিবেশ দূষণের পরিমাণ অনেকটাই কম থাকে, পাশাপাশি জ্বালানির খরচ অনেকটা কমে যায়।

Advertisements

তবে নতুন ধরনের এই জ্বালানি (E20 Flex Fuel) এখনো পর্যন্ত বাজারে সহজলভ্য নয়। ২০২৫ সালের মধ্যে এই জ্বালানিটিও পেট্রোল ডিজেলের মতনই সহজলভ্য হয়ে যাবে বাজারে। এমনটাই জানিয়েছে ভারত সরকার। জিওবিপি নামক একটি ভারতীয় সংস্থা ভারতীয় বাজারে এই জ্বালানি নিয়ে আসতে চলেছে বলে জানা গেছে। আপাতত ফ্লেক্স ফুয়েল অর্থাৎ ই২০ পাওয়া যাচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পে। খুব শীঘ্রই এর মান আরো উন্নত করে একে ই৫০ রুপে বাজারে আনতে চলেছে সংস্থা।

Advertisements

আরো পড়ুন: যুগান্তকারী ঘটনা ঘটলো ভারতীয় চিকিৎসা ব্যবস্থা, প্রত্যন্ত এলাকায় আকাশ ফুঁড়ে নামলো হসপিটাল

ফ্লেক্স ফুয়েল নামক নতুন এই জ্বালানিটি (E20 Flex Fuel) প্রাকৃতিকভাবে তৈরি না হলেও এই জ্বালানি তৈরি করতে ব্যবহৃত উপাদান গুলি কিন্তু একেবারেই প্রাকৃতিক। প্রাকৃতিকভাবে উৎপাদিত শর্করার সাহায্যে এক নতুন ধরনের বায়োফুয়েল তৈরি করা হচ্ছে। মূলত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে নতুন জ্বালানিটির আবিষ্কার করা হয়েছে। এই মুহূর্তে এই জ্বালানিতে পেট্রোলের পরিমাণ বেশি এবং ইথানল রয়েছে মাত্র ২০ শতাংশ। তাই এই জ্বালানির নামকরণ করা হয়ছে ফ্লেক্স ফুয়েল বা ই২০। এরপর যে জ্বালানিটি আসবে তাতে পেট্রোল এবং ইথানলের পরিমাণ থাকবে সমান সেই জ্বালানিটির নামকরণ করা হবে ই৫০।

জিওবিপির তৈরি করা এই নতুন ধরনের জ্বালানি (E20 Flex Fuel) তুলনামূলক অনেক সস্তা। একটু হিসেব-নিকেশ করলেই তা বুঝতে পারবেন। বর্তমানে এই জ্বালানি দিল্লিতে কিছু জায়গায় পাওয়া যাচ্ছে। দিল্লির হিসেব অনুযায়ী এই মুহূর্তে পেট্রোলের দাম রয়েছে ৯৬ টাকা প্রতি লিটার। অর্থাৎ ৮০ শতাংশ পেট্রোলের দাম পড়বে ৭৭ টাকার কাছাকাছি। অন্যদিকে ইথানালের দাম রয়েছে ৫৫ টাকা অর্থাৎ ২০ শতাংশ ইথানালের দাম পড়বে ১১ টাকা। অর্থাৎ জ্বালানিটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ৮৬ টাকা বা তার কিছু বেশি। অর্থাৎ প্রতি লিটারে প্রায় ৮ টাকা সঞ্চয় হবে।

Advertisements