চিকিৎসা নিয়ে চিন্তার দিন শেষ! দেশের কোনায় কোনায় মিলবে কেন্দ্রের নতুন এই প্রকল্পে সুবিধা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র এবং রাজ্য যে সরকারি হোক না কেন, তাদের তরফ থেকে দেশ এবং রাজ্যের নাগরিকদের সুবিধার জন্য নানান প্রকল্প (Government Scheme) চালু করা হয়ে থাকে। এই সকল সরকারি প্রকল্পের মধ্যে আবার বেশ কিছু প্রকল্প হয় যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল স্বাস্থ্য (Health Scheme) সম্পর্কিত। এই কথা মাথায় রেখে এবার কেন্দ্রের তরফ থেকে এমন একটি স্কিম চালু করা হলো যার ফলে গ্রাম হোক অথবা শহর, বাসিন্দাদের আর চিকিৎসা নিয়ে চিন্তা করতে হবে না।

Advertisements

এমনিতেই কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের স্বাস্থ্য বিমা (Health Insurance) দেওয়ার জন্য চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)। তবে এবার সেই প্রকল্পকেও ছাপিয়ে যাবে কেন্দ্রের নতুন এই প্রকল্প বলেই আশা করা হচ্ছে। কেননা কেন্দ্রের তরফ থেকে চিকিৎসা সংক্রান্ত নতুন যে প্রকল্পটি চালু করা হয়েছে সেটি আয়ুষ্মান ভারতের ছাতার তলায় থেকে দেশের নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেবে।

Advertisements

দেশের প্রতিটি মানুষের ঘরে যাতে স্বাস্থ্য পরিসেবা চিকিৎসা পৌঁছে যায় তার জন্য কেন্দ্র সরকারের পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে বুধবার চালু করা হয়েছে আয়ুষ্মান ভব (Ayushman Bhavah) নামে নতুন একটি সরকারি প্রকল্প। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্প চালু করার পাশাপাশি চালু করা হয়েছে একটি পোর্টাল। এই প্রকল্প একটি সহযোগিতা মূলক প্রকল্প বলে জানা যাচ্ছে কেন্দ্রের তরফ থেকে।

Advertisements

জানা যাচ্ছে, এই প্রকল্প পরিচালিত হবে গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায়। স্বাস্থ্য বিভাগ, সরকারি দপ্তর এবং অন্যান্য গ্রাম ও শহরের নির্ধারিত সংস্থাগুলির সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এমন পরিষেবা চালানো হবে। প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালানো হবে বলে দাবি করা হচ্ছে।

এই পরিষেবার অন্যতম একটি বড় লক্ষ্য হলো সকলে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা। যার মাধ্যমে সমস্ত ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সুবিধা মিলবে এবং এর সঙ্গে টেলিমেডিসিনের ব্যবস্থাও থাকবে। এছাড়াও আয়োজন করা হবে আয়ুষ্মান মেলার। সেখানে নিজেদের নাম নথিভূক্ত করতে পারবেন নাগরিকরা। এছাড়াও যে পোর্টাল করা হয়েছে সেখানেও নিজেদের নাম নথিভুক্ত করা যাবে।

Advertisements