Govt New App Cab: আরো সহজ হচ্ছে সিকিম ভ্রমণ, এবার অনলাইনে মিলবে সস্তায় ট্যাক্সি, এলো নতুন সরকারি অ্যাপ

Antara Nag

Published on:

New Govt App Cab is going to launch for visit Sikkim: যারা পাহাড় ভালোবাসেন তারা সুযোগ পেলেই ঘুরতে চলে যান পাহাড়ে কিন্তু পাহাড়ে যাওয়াটা একটু খরচা সাপেক্ষ শিলিগুড়ি থেকে সিকিম কিংবা গ্যাংটক যাবার জন্য গাড়ি ভাড়া করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। আবার উল্টো দিক থেকে ফেরার সময়ও দেখা দেয় একই সমস্যা। আকাশ ছোঁয়া গাড়ির ভাড়া ভ্রমণের ইচ্ছাকে অনেকটাই নষ্ট করে দেয়। এই সমস্যা সমাধানে উদ্যোগী সিকিম সরকার। সিকিম সরকারের পক্ষ থেকে পরিবহন দপ্তরের সাহায্য নিয়ে সিকিম অ্যাপ ক্যাব (Govt New App Cab) চালু করা হয়েছে। যার সাহায্যে সস্তায় যাতায়াত করা যাবে। পাহাড়ে ঘোরার খরচ কিছুটা হলেও কমবে।

শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি থেকে গ্যাংটক সিকিম দার্জিলিং ইত্যাদি জায়গায় যাওয়া যায়। মূলত মূল ষ্টেশন বা বাস স্টপ থেকে গাড়ি ভাড়া করে এই সমস্ত জায়গায় যেতে হয়। সেক্ষেত্রে গাড়ির চালকরা অনেক সময় ইচ্ছে মতন ভাড়া চেয়ে বসেন। আর তা দিতে গিয়ে সমস্যায় পড়ে যান যাত্রীরা। কিন্তু এখন থেকে আর সেই সমস্যায় পড়তে হবে না। শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে গ্যাংটক বা সিকিম যাওয়ার জন্য অনলাইনে ট্যাক্সি বুকিং করতে পারবেন পর্যটকরা। আবার উল্টো পথে ফেরত আসার জন্যও একই পরিষেবা ব্যবহার করা যাবে। সিকিম সরকারের পক্ষ থেকে চালু করা নতুন অ্যাপ (Govt New App Cabe) পরিষেবা দেবে যাওয়া আসা উভয় ক্ষেত্রেই।

সিকিম সরকারের পক্ষ থেকে চালু করা নতুন অ্যাপ (Govt New App Cab) ক্যাবগুলিতে পরিষেবা দেবে জেড সিরিজের লাক্সারি ট্যাক্সিগুলি। সাথে রয়েছে জে সিরিজের মেক্সি ক্যাবও। বুকিং করা যাবে যেকোনো ধরনের গাড়ি। ইতিমধ্যে রেজিস্ট্রেশন করাও চালু হয়ে গেছে। উৎসাহী গাড়ির চালক কিংবা মালিক রেজিস্ট্রেশন করাতে পারেন তাদের গাড়িগুলি। এই পরিষেবায় নিজেদের গাড়িগুলি নথিভুক্ত করাতে জমা দিতে হবে গাড়ির প্রয়োজনীয় যাবতীয় তথ্য। সিকিম পরিবহন দপ্তরের কমিশনার অর্থাৎ সচিবের কাছে এই সমস্ত নথিপত্র জমা করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে বেশ কিছু গাড়ি রেজিস্ট্রেশন করিয়েছে। আরো যারা রেজিস্ট্রেশন করাতে চায় তাদের তাড়াতাড়ি পরিবহন দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন 👉 Sealdah Local Train: শিয়ালদায় কথা রাখেনি রেল! জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

তবে গাড়িটি তৈরি করার দিন থেকে ১০ বছর পর্যন্ত বয়সী গাড়িগুলি রেজিস্ট্রেশন করাতে পারবে এই অ্যাপে। ১০ বছরের বেশি বয়স হয়ে গেলে সেই গাড়িটিকে আর ব্যবহার করা হবে না। সিকিম সরকারের পক্ষ থেকে নিয়ে আসা নতুন অ্যাপ ক্যাব (Govt New App Cabe) পরিষেবাটি সম্পূর্ণরূপে পরিচালনা করবে সিকিম পরিবহন দপ্তর। ইতিমধ্যে ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। লাক্সারি ট্যাক্সিগুলির ক্ষেত্রে সিট পিছু ভাড়া পড়বে ১০০০ টাকা এবং ম্যাক্সি ট্যাক্সির ক্ষেত্রে এই ভাড়া পড়বে ৪০০ টাকা। প্রতিটি ট্যাক্সিতে কমপক্ষে ৫ জন করে যাত্রী যাতায়াত করতে পারবেন। বুকিং পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে পরিচালনা করা হবে। ফার্স্ট কাম ফাস্ট সার্ভ পদ্ধতিতে বুকিং নেওয়া হবে।

সিকিমে ঘুরতে যাওয়ার সময় জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে গাড়ি বুক করতে গিয়ে সমস্যায় পড়ে যান যাত্রীরা। গাড়ির চালকদের ইচ্ছা খুশি মতন গাড়ি ভাড়া চেয়ে বসার কারণে ভ্রমণের ইচ্ছাই নষ্ট হয়ে যায় পর্যটকদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এই বিষয়ে নাক গলাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফ থেকে সিকিম পরিবহন দপ্তরকে ১ টি করা চিঠি দেওয়া হয়। তারপরে সিকিম পরিবহন দপ্তরের তরফ থেকে নতুন অ্যাপ ক্যাব (Govt New App Cab) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াত সংক্রান্ত যেকোনো সমস্যায় পড়লে সেখান থেকে উদ্ধার পাবার জন্য হেল্পলাইন পরিষেবাও চালু করা হয়েছে। যে কোন সমস্যায় পর্যটকরা পরিবহন দপ্তরের সাথে যোগাযোগ করতে পারবেন সেই হেল্পলাইন নম্বরের মাধ্যমে।