Govt New Project: অনেক হল লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! এবার নতুন প্রকল্প, মেয়েরা পাবে ৬০ হাজার টাকা

Antara Nag

Published on:

As a result of the new Govt Project, girls will get 60 thousand rupees this time: নারী সুরক্ষার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই চালু করেছে বিভিন্ন প্রকল্প। শিক্ষার জন্য কন্যাশ্রী, বিবাহের জন্য রূপশ্রী, ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সুকন্যা যোজনা আরো কত কি! এবার পাখির চোখ বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধ করতে, নতুন অভিনব পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। নতুন ১ টি প্রকল্প (Govt New Project) নিয়ে আসতে চলেছে। যার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। লোকসভা ভোটের ফল ঘোষণা হতেই নারী সুরক্ষার বিষয়ে জোর দিতে শুরু করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর নিযুত ময়না নামে নতুন ১ টি প্রকল্প (Govt New Project) নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করছে সরকার। এই প্রকল্প চালু করা হলে প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী প্রকল্পের আওতায় চলে আসবে বলে মনে করছে সরকার। ইতিমধ্যে আসামের মন্ত্রিপরিষদ এই প্রকল্পের জন্য সম্মতি জানিয়েছে। প্রথম বছর প্রকল্পটি চালু করার জন্য ৩০০ কোটি টাকা খরচ হতে পারে বলে জানিয়েছে রাজ্য সরকার। আগামী ৫ বছরের মধ্যে এই প্রকল্পের জন্য খরচ হবে ১৫০০ কোটি টাকা।

তথ্যসূত্রে জানা গেছে, নতুন প্রকল্পটির আওতায় (Govt New Project) একাদশ ও দ্বাদশ শ্রেণির মহিলা শিক্ষার্থীরা ২ বছরের জন্য মাসে মাসে ১০০০ টাকা করে পাবে। তবে গরমের ছুটির ২ মাস এই অনুদান দেওয়া বন্ধ থাকবে। প্রতিমাসে ১১ই জুলাই প্রত্যেক শিক্ষার্থীর অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করে দেওয়া হবে বলে জানা গেছে। মাসে ১০০০ টাকা করে পেলে একেক জন শিক্ষার্থী ২ বছরে ২০ হাজার টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় করতে পারবে। স্কুল পাশের পর ডিগ্রী কোর্সের ক্ষেত্রে ৪ বছরের জন্য প্রতি মাসে ১৫০০ হাজার টাকা করে পাবে ওই একই শিক্ষার্থী।

আরও পড়ুন 👉 Swasthya Sathi Scheme Rules Changed: স্বাস্থ্যসাথীর নিয়মে মেগা বদল আনল রাজ্য, আর এই ৩ ভুল হলেই মিলবে না টাকা

আলাদা আলাদা ভাবে নাম নথিভুক্ত করারও কোন প্রয়োজন পড়বে না। একজন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে একবার নাম রেজিস্ট্রেশন করাতে পারলে এমএ, বিএড পড়া পর্যন্ত এই সুযোগ-সুবিধা পেতে পারেন। একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২ বছরের জন্য একজন মহিলা শিক্ষার্থী পাবেন মোট ২০ হাজার টাকা । স্নাতক স্তরের পড়াশোনার ক্ষেত্রে পাবেন মোট ৪৫ হাজার টাকা এবং স্নাতকোত্তর পড়াশোনার জন্য পাওয়া যাবে মোট ৬০ হাজার টাকা।

তবে সরকার থেকে চালু করা নতুন এই প্রকল্পটি (Govt New Project) সুযোগ-সুবিধা সব মেয়েরা পাবে না বলেই জানিয়েছে সরকার। যারা সরকারের তরফ থেকে অন্য কোন ভাতা পান, কিংবা বিধায়ক বা সাংসদের সন্তানরা এই সুযোগ-সুবিধা পাবেন না। যারা একেবারেই দুস্থ কোনরকম ভাটাই তারা পায় না, সেই সমস্ত মেয়েরাই এই ভাতাগুলি পাবে। এছাড়াও কোন বিবাহিত শিক্ষার্থীরা এই প্রকল্প আবেদন করতে পারবে না যেহেতু এই প্রকল্পটি বাল্যবিবাহ প্রতিরোধে চালু করা হয়েছে। তাই স্নাতক শ্রেণি পর্যন্ত কোন বিবাহিত শিক্ষার্থী এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না। কিন্তু যদি স্নাতকোত্তর পড়াশোনা সময় কোন শিক্ষার্থী বিয়ে করে থাকেন তাহলে বিষের সুবিধা পাবেন তিনি।