Axis, Indusind-এর মত প্রাইভেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে! নতুন নির্দেশিকা জারি করল RBI

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশে যে সকল সরকারি ব্যাংক রয়েছে সেগুলির আধিপত্য যথেষ্ট। তবে সেই সকল ব্যাংকের যেমন আধিপত্য রয়েছে ঠিক সেইরকমই দিন দিন দেশে আধিপত্য বাড়ছে বিভিন্ন প্রাইভেট সেক্টর ব্যাংকের (Private Sector Banks)। প্রাইভেট সেক্টর এই সকল ব্যাংকের তালিকায় রয়েছে ICICI, Axis Bank, Indusind Bank সহ বিভিন্ন ব্যাংক। এবার এই সকল ব্যাংকের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হলো।

দেশে যে সকল ব্যাংক রয়েছে সেগুলি সরকারি হোক অথবা প্রাইভেট সেক্টর ব্যাংক, প্রত্যেকের উপর নজরদারি চালায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই নজরদারি চালানো হয় মূলত গ্রাহকদের সঞ্চিত অর্থের সুরক্ষার জন্য। যে কারণে দেশের যেকোনো ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করার নিয়ম অমান্য করলেই তাদের উপর জরিমানা ধার্য করা থেকে শুরু করে লাইসেন্স নিয়ে টানাটানি করা হয়। এক্ষেত্রে দেখা হয় না ওই ব্যাংক সরকারি নাকি প্রাইভেট সেক্টরের।

সম্প্রীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রাইভেট সেক্টরের যে সকল ব্যাংক রয়েছে তাদের জন্য যে নির্দেশিকা জারি করেছে তাতে গ্রাহকদের কিছু করার দরকার নেই, তবে সেই নির্দেশিকা অবশ্যই গ্রাহকদের সুবিধা এবং গ্রাহকদের সুরক্ষার জন্য। যে কারণেই গ্রাহকদের কিছু করার না থাকলেও সে নির্দেশিকা সম্পর্কে জানা দরকার। চলুন দেখে নেওয়া যাক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে কি নির্দেশ দিল।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে, ব্যাংকগুলির বোর্ডে ফুল টাইম দুজন ডিরেক্টর থাকা বাধ্যতামূলক। গত বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বহু সময় ব্যাংকের কাজে বিশৃঙ্খলা দেখা যায় আর এই বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নির্দেশিকা দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, ক্রমবর্ধমান জটিল পরিস্থিতি, বর্তমান এবং আসন্ন সব চ্যালেঞ্জের মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নির্দেশিকা জারি করেছে তাতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে দেশে যে সকল প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে সেই সকল প্রতিটি ব্যাংককে এই নির্দেশিকা আগামী চার মাসের মধ্যে পূরণ করতে হবে।