বদলে গেল করোনা রোগীদের হাসপাতাল থেকে ছাড়ার নিয়ম

নিজস্ব প্রতিবেদন : দেশে যখন করোনা সংক্রামিত রোগীর সংখ্যা ৬০,০০০ ছুঁইছুঁই ঠিক তখন অর্থাৎ শনিবার এক নতুন বিজ্ঞপ্তি জাতীয় করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা রোগীদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া নিয়ে নতুন গাইডলাইন জারি করা হলো। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, রোগীদের প্রতিদিন তাপমাত্রা পরীক্ষা করতে হবে। এছাড়াও রোগীদের অক্সিজেনের মাত্রাও পরীক্ষা করে দেখতে হবে।

১০ দিন পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে সেই রোগীকে। তবে পরপর তিনদিন ওই রোগীর জ্বর আসছে কি না, তা খেয়াল রাখতে হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই রোগীকে সাতদিন বাড়িতে আইসোলেশনে থাকতে হবে।

যে রোগী তিন দিনেই সুস্থ হয়ে যাচ্ছেন এবং অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ, তাঁদেরটি ‘মডারেট কেস’ হিসাবে গণ্য করা হবে। তাঁদের আগামী ১০ দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। নয়া গাইডলাইন অনুযায়ী এখন আর তাঁদের হাসপাতাল থেকে ছাড়ার আগে পরীক্ষা করার কোনও প্রয়োজনীয়তা নেই।

অত্যন্ত সংকটজনক করোনা রোগী এবং যদি তাঁর অন্য কোনও রোগ থাকে সেক্ষেত্রে এতদিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার আগে দু’বার পরীক্ষা করা হত। দু’টি রিপোর্ট নেগেটিভ হলে তবেই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছিল রোগীদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া গাইডলাইন অনুযায়ী, একবার পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হলে ছেড়ে দেওয়া যেতে পারে রোগীকে। যে সমস্ত রোগীর জ্বর পরপর তিনদিন আসছে এবং অক্সিজেনের মাত্রাও ঠিক নয়, তাঁদের ক্ষেত্রে জ্বর কমা এবং অক্সিজেনের মাত্রা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও রোগীকে ছাড়া যাবে না।