EMI: ইএমআই মিস করলে বিপদ! RBI-এর নতুন নির্দেশিকায় ঋণ নীতি নিয়ে বড়সড় বদল

Prosun Kanti Das

Published on:

Advertisements

EMI: আপনি কি সম্প্রতি কোনও ইএমআই মিস করেছেন? এবার সতর্ক হোন, কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI ঋণ নীতিতে চমকপ্রদ পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ঋণ অনুমোদনের জন্য এখন শুধু আপনার লেটেস্ট ক্রেডিট স্কোর দেখা হবে না। বরং আপনার গত ১ বছরের ক্রেডিট স্কোর খতিয়ে দেখতে হবে ঋণ প্রদানকারী সংস্থাকে। পাশাপাশি, আপনার আয় এবং ইএমআই-এর (EMI) পরিমাণও বিবেচনায় আনা হবে।

Advertisements

আরবিআইয়ের এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে প্রতি দু-সপ্তাহে একবার ক্রেডিট এজেন্সির কাছে গ্রাহকদের ঋণ সংক্রান্ত তথ্য পাঠাতে হবে। এর ফলে, গ্রাহকদের ক্রেডিট স্কোর আগের তুলনায় আরও নিয়মিতভাবে আপডেট হবে। আগে এই প্রক্রিয়া প্রতি ৪৫ দিনে একবার করা হত, যা অনেক ক্ষেত্রেই গ্রাহকদের জন্য সমস্যা তৈরি করত। এখন, আরও দ্রুত এবং নির্ভুল তথ্যের মাধ্যমে ঋণ প্রদান করা হবে, যা ঋণগ্রহণের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করবে।

Advertisements

এছাড়াও, যদি কোনও গ্রাহকের মাসিক আয়ের ৫০ শতাংশের বেশি ইএমআই (EMI) হয়, তবে তাকে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আরবিআই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেক সময় ব্যাঙ্কগুলো সঠিক তথ্য না দেওয়ার কারণে গ্রাহকদের ক্রেডিট স্কোরে ভুল দেখা যায়। এরফলে, ঋণ শোধ হওয়ার পরও তা আপডেট না হওয়া বা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট বন্ধ হলেও তা রিপোর্টে থেকে যাওয়ার সমস্যা দেখা দেয়। নতুন নিয়মে এই ধরনের ত্রুটি এড়াতে ব্যাঙ্ক এবং ক্রেডিট এজেন্সিগুলোর উপর আরও বেশি দায়িত্ব আরোপ করা হয়েছে।

Advertisements

আরো পড়ুন: থাকা খাওয়ার চিন্তা, ৮৭৩ টাকার EMI-তে পুরি, অযোধ্যা সহ ৮ জায়গা ঘোরাবে IRCTC

নতুন নির্দেশিকার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। গ্রাহকরা তাদের ক্রেডিট স্কোর নিয়মিত পরীক্ষা করতে পারবেন এবং কোনও ভুল থাকলে সঙ্গে সঙ্গেই সংশোধন করতে পারবেন। এতে গ্রাহকদের স্বার্থ যেমন সুরক্ষিত থাকবে, তেমনই ঋণ প্রদানকারী সংস্থারাও আরও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে ঋণ অনুমোদন করতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন নির্দেশিকা ব্যাংকিং ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। এটি শুধুমাত্র ঋণখেলাপির হার কমাবে না, বরং পুরো ঋণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করবে। সুতরাং, ঋণ নেওয়ার আগে আপনার ক্রেডিট স্কোর নিশ্চিতভাবে যাচাই করে নিন এবং আরবিআই-এর নির্দেশিকা সম্পর্কে সজাগ থাকুন।

RBI-এর নতুন নিয়মাবলী ঋণগ্রহীতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সময়মতো ইএমআই (EMI) পরিশোধ করুন এবং ক্রেডিট স্কোর নিয়মিতভাবে পর্যবেক্ষণ করুন। এই পরিবর্তন ঋণ প্রক্রিয়াকে আরও সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং গ্রাহকবান্ধব করবে। এখন থেকেই সচেতন হন এবং আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।

Advertisements