সরকারি কর্মচারীদের অফিস করা নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন : সরকারি নির্দেশিকা অনুযায়ী ৮ই জুন থেকে ৭০% কর্মী নিয়ে রাজ্য সরকারের অফিসগুলি খুলতে শুরু হয়েছে, শুরু হয়েছে কাজ। তবে অফিস শুরু হওয়ার দুদিন যেতে না যেতেই রাজ্য সরকার থেকে অন্য আরেকটি নির্দেশিকা দেওয়া হল।এই নির্দেশিকায় একাধিক সর্তকতা মেনে চলার কথা বলা হয়েছে।

১) যে সকল কর্মচারীরা কনটেনমেন্ট জোনের মধ্যে থাকেন তাদের বাড়ি বসেই কাজ করতে হবে।

২) যে সকল কর্মচারীদের মধ্যে জ্বর কাশির মতো উপসর্গ আছে তাদের কাজে যোগ দেওয়ার দরকার নেই।

৩) যে সকল কর্মচারীদের জ্বর সর্দি কাশি অর্থাৎ করোনার কোন উপসর্গ নেই তারাই শুধু অফিসে আসতে পারবেন। তারা অফিসে আসবেন একদিন অন্তর অন্তর।

৪) অফিসের লিফটে একসাথে সর্বোচ্চ তিনজন ওঠানামা করতে পারবেন।

৫) মুখোমুখি বসে কোন মিটিং করা যাবেনা। ভিডিও কনফারেন্স, ফোন ইন্টারকম ইত্যাদির মাধ্যমে মিটিং করতে হবে।

৬) ১৫ দিন অন্তর অন্তর অফিস স্যানিটাইজ করতে হবে।

৭) এছাড়া ইলেকট্রিক সুইচ, দরজার-নব, লিফটের সুইচ যে জায়গাগুলি অনেকগুলি কর্মী একসাথে ব্যবহার করে সেগুলি বারংবার স্যানিটাইজ করতে হবে।

৮) অফিসার ও কর্মীরা যে সকল সামগ্রী কাজের জন্য ব্যবহার করেন যেমন মাউস, ফোন, এসি, রিমোট, কিবোর্ড ইত্যাদি যতটা সম্ভব ডিসইনফেক্ট করতে হবে।

৯) যেসকল ভিজিটররা বাইরে থেকে আসবে তাদের জন্য বসার আলাদা জায়গা করতে হবে সরকারি অফিসে।

১) অফিসে সব সময় মাস্ক পড়ে থাকতে হবে। বারবার হাত ধুতে হবে ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কেউ যদি মাস্ক না পড়ে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।

১১) রোস্টার ও অন্য সকল কারণে যেসব অফিসার ও কর্মীরা অফিসে আসতে পারবেন না তাদেরকে ই-অফিস ব্যবস্থার মধ্য দিয়ে কাজে যোগদান করতে বলতে হবে। যে সকল জায়গায় এই ব্যবস্থা নেই, সেই সকল জায়গায় যত তাড়াতাড়ি সম্ভবই অফিসের ব্যবস্থা করতে হবে।

১২) যে সকল অফিসে অফিসারের আলাদা বসার কেবিন আছে অর্থাৎ ডেপুটি সেক্রেটারি ইত্যাদি পোস্ট তাদের রোজ অফিসে আসতে হবে ও নির্দিষ্ট সময়ই কাজ করতে হবে।

১৩) যে সকল জায়গায় অফিসার বা কর্মীরা একই জায়গায় বসে কাজ করতে বাধ্য হন, সেখানে একসাথে ১০ জনের বেশি কাজ করা কখনই যাবে না এবং একে অপরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বসার ব্যবস্থা এমনভাবে করতে হবে যেন কমপক্ষে ২ মিটার দূরত্ব থাকে। যদি ১০ জন কর্মীকে এই দূরত্ব বজায় রাখা সম্ভব না হয় তাহলে কর্মীসংখ্যা আরও কমিয়ে দিতে হবে সে ক্ষেত্রে আগের নির্দেশমতো ৭০% উপস্থিতিও কমানো যেতে পারে। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ট। সপ্তাহ অনুযায়ী এক একটা রোস্টার বানাতে হবে।