রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, পুজোর আগেই টানা তিন দিন ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদন : সরকারি কর্মচারী হোক অথবা বেসরকারি, প্রতিটি কর্মরত মানুষেরাই চান কাজের মাঝে ছুটিছাটা (Holiday)। দিনের পর দিন কাজ করতে করতে যখন একঘেয়েমি ঘিরে ধরে সেই সময় এই ছুটি নতুন জীবন দেয়। কেননা এই ছুটিকে কাজে লাগিয়ে ছুটি কাটাতে ধারে কাছে ঘুরতে যেতে দেখা যায়। বেসরকারি কর্মচারীদের এই ধরনের ছুটি পাওয়ার ক্ষেত্রে সব সময় সুযোগ না মিললেও সরকারি কর্মচারীরা (Government Employees) অনেক সময় পেয়ে থাকেন। ঠিক সেই রকমই এবার পুজোর আগে টানা তিন দিন ছুটির সুযোগ করে দিল রাজ্য সরকার (West Bengal Government)।

পুজোর সময় টানা ছুটি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। তবে সেই পূজোর আগে সেপ্টেম্বর মাসেই টানা তিন দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। মূলত একটি নতুন ছুটির দিন ঘোষণার ফলেই এই সুযোগ তৈরি হয়েছে। টানা তিন দিনের এমন ছুটির সুযোগ রয়েছে চলতি সেপ্টেম্বর মাসেই ঠিক শেষের দিকে। ওই ছুটিকে কাজে লাগিয়ে যেকোনো সরকারি কর্মচারীরা তাদের পরিবার নিয়ে তিন দিনের জন্য ঘুরে আসতে পারবেন।

মূলত চলতি মাসের ২৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফ থেকে নতুন ছুটির দিন ঘোষণা করা হয়েছে। ঐদিন করম পূজো উপলক্ষে ছুটি দিয়েছে রাজ্য সরকার। নতুন এই ছুটির দিন ঘোষণা সম্পর্কে মঙ্গলবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। নবান্নের তরফ থেকে জারি করা এই ছুটির বিজ্ঞপ্তিতে রয়েছে রাজ্যপালের নাম। আগে এই ছুটি ছিল না। এই বছর থেকে এই ছুটি চালু করা হলো।

শবেবরাত এবং করম পূজো উপলক্ষে এতদিন ছিল সেকসনাল ছুটি। অর্থাৎ এতদিন কেবলমাত্র নির্দিষ্ট করে দেওয়া কিছু কর্মীরাই এই ছুটি পেতেন। কিন্তু রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের ফলে এখন সবাই এই ছুটি পাবেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর করম পূজো উপলক্ষে বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস, পৌরসভা, পঞ্চায়েত, সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকারের এমন সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের একটি ছুটির দিন বৃদ্ধি পেল।

এই বছর ২৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের ঘোষণা করা নতুন ছুটির দিনটি পড়েছে সোমবার। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ টানা তিন দিন ছুটি পাবেন। কেননা ২৩ এবং ২৪ সেপ্টেম্বর পড়েছে শনিবার এবং রবিবার। এক্ষেত্রে শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা ছুটি পাওয়া যাবে।