Kolkata Metro Entertainment: দ্বিগুণ মজাদার হল কলকাতা মেট্রো সফর! শিশুরা তো বটেই, বড়রা তাকিয়ে তাকিয়ে দেখবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল কলকাতায় (Kolkata Metro)। পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও এই মেট্রো পরিষেবা পৌঁছে গিয়েছে। কলকাতায় যেমন প্রথম মেট্রো পরিসেবা চালু হয়েছিল ঠিক সেই রকমই ইদানিং কালে একাধিক পরিষেবা কলকাতা মেট্রোতেই চালু হতে দেখা যাচ্ছে। কলকাতা মেট্রোয় এমন সব পরিষেবা রয়েছে যা অন্যান্য শহরের মেট্রো পরিসেবাতেও নেই।

Advertisements

যেমন কলকাতা মেট্রোতেই প্রথম চালু হয়েছে আন্ডারওয়াটার মেট্রো। ভারতের আর কোন জায়গায় এই পরিষেবা নেই। সেরকমই আরও একটি পরিষেবা কলকাতা মেট্রোয় চালু করা হলো যা দিল্লি মেট্রোতেও নেই। নতুন যে পরিষেবা চালু করা হয়েছে তা মূলত বিনোদনমূলক (Kolkata Metro Entertainment)। এই পরিষেবার মধ্য দিয়ে যাত্রীদের মেট্রো শহর আরও আনন্দদায়ক, মজাদার হবে। নতুন এই পরিষেবা যেমন ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখবেন শিশুরা, ঠিক সেই রকমই টাইম পাস করতে তাকিয়ে থাকবেন বড়রাও।

Advertisements

বর্তমানে বিভিন্ন লোকাল ট্রেন থেকে শুরু করে মেট্রোতে টিভি চালানোর বন্দোবস্ত করা হয়েছে। এই সকল টিভিতে রেলের বিভিন্ন সর্তকতামূলক প্রচার চালানোর পাশাপাশি বিজ্ঞাপন এবং বিনোদনের জন্য বেশ কিছু বিনোদনমূলক অনুষ্ঠান চালানো হয়। কিন্তু এবার এসবকে ছাড়িয়ে কলকাতা মেট্রোয় কার্টুন দেখানো শুরু হয়েছে। টম অ্যান্ড জেরির মত জনপ্রিয় কার্টুন এখন মেট্রোতে উঠলেই ডিসপ্লে বোর্ডে দেখা যাবে।

Advertisements

আরও পড়ুন ? Metro Evacuation Shaft: মেট্রোয় যেতে যেতে হঠাৎ আটকে গেলেন গঙ্গার নিচে! রক্ষা পেতে পরের স্টেজে কি করতে হবে

কার্টুন দেখতে যেমন ছোট ছোট শিশুরা খুব ভালোবাসে ঠিক সেই রকমই আবার শিশুদের সঙ্গে কার্টুন দেখে বড়দেরও অনেক সময় পার হয়ে যায়। এছাড়াও কার্টুনের যে সকল মজাদার দৃশ্য দেখানো হয়ে থাকে সেই সকল মজাদার দৃশ্য দেখে মুখে হাসি ফোটার পাশাপাশি মন অনেকটাই হালকা হয়ে যায়। এসবের কথা মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের মেট্রো সফর আরও বিনোদনমূলক করে তোলার জন্য কার্টুন দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও কলকাতা মেট্রোর সব রুটের যাত্রীরা এমন পরিষেবা উপভোগ করার সুযোগ পাবেন তা নয়। জানা যাচ্ছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত নর্থ সাউথ রুটের মেট্রোতে এমন কার্টুন দেখানো হচ্ছে। ইতিমধ্যেই মেট্রোতে কার্টুন দেখানো শুরু হয়েছে এবং সেই কার্টুন দেখানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। যা নিয়ে এখন নেটিজেনদের মধ্যে চরম উৎসাহ বাড়তে শুরু করেছে।

Advertisements