Advertisements

New Income Tax Slab: বদলে গেল ইনকাম ট্যাক্স রিটার্নের কাঠামো, এবার নতুন স্ল্যাব দিল কেন্দ্র

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২৩ জুলাই মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেট (Union Budget 2024) পেশ করা হয়। এদিনের এই বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিভিন্ন জিনিসপত্রের দাম থেকে ট্যাক্স কমানোর ঘোষণা করেন। আবার কোন কোন ক্ষেত্রে ট্যাক্স বাড়ানো হয়েছে। এর পাশাপাশি ইনকাম ট্যাক্স রিটার্নের কাঠামোয় (New Income Tax Slab) বদল আনা হয়েছে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে এদিন বাজেট পেশ করার সময় সোনা, রুপো, প্লাটিনাম, মোবাইল, চার্জার, ক্যান্সারের তিনটি ওষুধ, বৈদ্যুতিন সরঞ্জাম, ফটোকপি মেশিন, চর্মজাত পণ্য, ২৫টি খনিজ পদার্থ, সামুদ্রিক খাবারের দাম কমানোর ঘোষণা করা হয়। অন্যদিকে প্লাস্টিকজাত পণ্য, পিভিসি ফ্লেক্স এবং অ্যামোনিয়াম নাইট্রেটের দাম বৃদ্ধির ঘোষণা করা হয়। এরই সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স রিটার্ন পরিকাঠামোয় সামান্য হলেও বদলানোর ঘোষণা করে কেন্দ্র।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন পরিকাঠামোয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে আগেও ছয়টি স্ল্যাব রাখা হয়েছিল, পরিবর্তন করার পরেও ছয়টি স্ল্যাব রাখা হলো। এই ছয়টি স্ল্যাবের মধ্যে প্রথম এবং শেষ স্ল্যাবের কোন পরিবর্তন আনা হয়নি, তবে মধ্যবর্তী যে চারটি স্ল্যাব রয়েছে সেগুলিতে পরিবর্তন আনা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এবার কত টাকা রোজগারের উপর কত টাকা আয়কর দিতে হবে?

Advertisements

আরও পড়ুন ? Union Budget Goods Price: কেন্দ্রীয় বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো, বাড়লো কিসের

এবার বাজেটে ইনকাম ট্যাক্স রিটার্নের নতুন স্ল্যাব নিয়ে যা ঘোষণা করা হয়েছে তাতে তিন লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য। তিন লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে পাঁচ শতাংশ। সাত লক্ষ এক টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে ১০ শতাংশ। ১০ লক্ষ ১ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে ১৫ শতাংশ। ১২ লক্ষ ১ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে ২০ শতাংশ। ১৫ লক্ষ টাকার উপরে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।

এক্ষেত্রে নতুন কর কাঠামোয় মাঝের চারটি স্ল্যাবের ক্ষেত্রে বদল এলেও পুরাতন কর কাঠামোর ক্ষেত্রে বেশ কিছু বদল রয়েছে। পুরাতন কর কাঠামোয় ২.৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারের ক্ষেত্রে আয়কর ছিল শুন্য। এরপর ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হতো ৫ শতাংশ। পাঁচ লক্ষ টাকার উপর থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হতো ২০ শতাংশ এবং ১০ লক্ষ টাকার উপরে আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হতো ৩০ শতাংশ।

Advertisements