Income Tax System: আয়কর বাঁচবে ১৭৫০০ টাকা, খেল দেখাবে নতুন আয়কর ব্যবস্থা

Antara Nag

Published on:

Advertisements

অন্তরা নাগ: ২০২৪ সালের লোকসভা ভোটে আবারো জয়লাভ করেছে এনডিয়ে জোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এনডিয়ে জোটের সাহায্যে আবারো সরকার গঠন করতে সক্ষম হয়েছে বিজেপি। একটানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। এরপর বাজেট পেশ করার পালা। ফেব্রুয়ারি মাসে আংশিক বাজেট পেশ করা হয়েছিল কিন্তু চলতি মাসে পেশ করা হলো পূর্ণাঙ্গ বাজেট। বাজেট পেশ করলেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন বাজেট অনুযায়ী, বেতনভুক্ত কর্মীরা পেলেন আয়কর থেকে স্বস্তি। আয় করে বাড়ানো হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্ট। আয়কর বাঁচবে ১৭৫০০ টাকা, খেল দেখাবে নতুন আয়কর ব্যবস্থা (Income Tax System)।

Advertisements

তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে কিছুদিন আগে। এইবারের বাজেটে কর ছাড়ের ঘোষণা করেছেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেতন ভুক্ত কর্মীদের জন্য আয় করে স্বস্তি নিয়ে এসেছে নতুন বাজেট। নতুন আয়কর পদ্ধতিতে (Income Tax System) স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে। বর্তমানে আয় করের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্ট ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে সঞ্চয় হবে অর্থ। সাধারণ মানুষের আয়কর নিয়ে চিন্তা একটু হলেও কমবে। বেতন ভোগী কর্মীরা বছরে প্রায় ১৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত আর্থিক সঞ্চয় করতে পারেন আয়করের মাধ্যমে।

Advertisements

নতুন বাজেট পেশ করার মধ্য দিয়ে রাজনীতি এবং সংস্কারের মধ্যে একটি ভারসাম্য গঠন করতে চেয়েছেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদি সরকার তৃতীয়বার সরকার গঠনের পর আয় কর নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই নিয়ে জল্পনা চলছিল শুরু থেকেই। তবে আলোচনা কিন্তু একেবারে বৃথা যায়নি। সপ্তম বার বাজেট পেশ করতে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার তারই প্রমাণ দিলেন। ২০২৪ সালের বাজেটে মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের ঘোষণা করেছেন তিনি। বর্তমানে স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্ট ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ বেতন ভোগী কর্মীরা আয়করের দিক থেকে অনেকটাই ছাড় পাবেন। হিসেব বলছে আয়করে নতুন ব্যবস্থায় (Income Tax System) ১৭৫০০ টাকা বার্ষিক হারে সঞ্চয় করতে পারবে সাধারণ মানুষ।

Advertisements

আরও পড়ুন ? Angel Tax: অ্যাঞ্জেল ট্যাক্সের পাট চুকিয়ে দিল কেন্দ্র, কাদের উপকারে লাগবে এমন সিদ্ধান্ত

আয়করের নতুন পদ্ধতিতে (Income Tax System) শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্ট নয়, বেড়েছে লং টার্ম ও শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসও। লং টার্ম ক্যাপিটাল গেইনস ১০% থেকে বাড়িয়ে ১২.৫% করা হয়েছে। শর্ট টাইমের ক্ষেত্রে ক্যাপিটাল গেইনস ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করে দেওয়া হয়েছে। কর ছাড়ের দিকেও লক্ষ্য রেখেছে মোদি সরকার। ক্যাপিটাল গেইনসে কর ছাড়ের পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করা হয়েছে। নতুন বাজেট পেশ করার সময় আয়কর নিয়ে এইরকম একাধিক ঘোষণা করেছেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেটের নতুন নিয়ম (Income Tax System) অনুযায়ী কি কি পরিবর্তন এলো? এক নজরে দেখে নেওয়া যাক। আয়করের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বাৎসরিক আয় শূন্য থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত হলে দিতে হবে না কোন কর। ৩ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত যাদের বাৎসরিক আয় রয়েছে তাদেরকে বছরে ৫ শতাংশ আয়কর দিতে হবে সরকারের কাছে। ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে আয় হলে আয়কর দিতে হবে বাৎসরিক ১০ শতাংশ। বাৎসরিক আয় যদি ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হয়, তবে কর পরিশোধ করতে হবে ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে আয় হলে দিতে হবে ২০ শতাংশ। আর যদি কোন ব্যক্তির বাৎসরিক আয় ১৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে কর পরিশোধ করতে হবে ৩০ শতাংশ।

Advertisements