অন্ডাল বিমানবন্দরের জন্য নয়া ঘোষণা রাজ্যের, মিলবে দারুণ সুবিধা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের যে সকল বিমানবন্দর রয়েছে তার মধ্যে একটি হলো অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর (Kazi Nazrul Islam Airport)। এই বিমানবন্দর তৈরি হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গের বহু মানুষ এখান থেকে বিভিন্ন জায়গা যাতায়াত করে থাকেন। কলকাতা বিমানবন্দরের মতো এত জনপ্রিয় না হলেও অন্ডালের এই বিমানবন্দর বহু মানুষের কাজে আসে।

Advertisements

অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা পাড়ি দেন। আবার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে নামেন। এবার এই সকল মানুষদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হল। সেই বড় সিদ্ধান্ত বিমানবন্দরে আসা-যাওয়া প্রতিটি মানুষের খুবই কাজে লাগবে। রাজ্য সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আগত যাত্রীদের কথা মাথায় রেখে বিমানবন্দর সংলগ্ন এলাকায় প্রতিটি বাসের স্টপেজ দেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করা হলো। বিমানবন্দরের সামনে যাতে প্রতিটি বাস স্টপেজ দেয় তার জন্য বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে দীর্ঘদিন ধরেই আবেদন জানানো হচ্ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Security check on airport: লাইনে দাঁড়িয়ে পা ব্যথার দিন শেষ! চটজলদি হবে পাশ, বিমানবন্দরে নয়া ব্যবস্থা

কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের সামনে যে ১৯ নম্বর জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবার প্রতিটি বাস স্টপেজ দিতে বাধ্য। কেননা রাজ্য সরকারের তরফ থেকে এমনই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ওই জাতীয় সড়কের উপর দিয়ে ঝাড়খন্ড, বিহার এবং উড়িষ্যা যাতায়াত করা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে এই বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের অভিযোগ, বিমানবন্দরের সামনে অনেক বাস স্টপেজ না দেওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয় বিভিন্ন সময়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং যাতে সব বাস স্টপেজ দেয় সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও স্টেট ট্রান্সপোর্ট অথরিটির দাবি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের প্রতিটি বাস এখানে স্টপেজ দেয়।

Advertisements