Indian Railways: সময় বিভ্রাট, সমস্যা সমাধানে উদ্যোগী ভারতীয় রেল কর্তৃপক্ষ, বসানো হবে অত্যাধুনিক ঘড়ি। সময়ানুবর্তিতা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করা সম্ভব না হলে সৃষ্টি হয় না না সমস্যার। বিশেষত রেলের নিত্য যাত্রীদের কাছে তো সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট সময়ে স্টেশন পৌঁছাতে না পারলেই বেরিয়ে যাবে নির্দিষ্ট ট্রেনটি। কিন্তু ট্রেনটি যদি নিজেই সময় মতো পরিষেবা না দিতে পারে তখন আরো বড় সমস্যার সৃষ্টি হয়। সময়ানুবর্তিতা নিয়ে ভারতীয় রেল (Indian Railways) পরিষেবার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই উঠছিলো অভিযোগ। এই সমস্যা সমাধানে উদ্যোগী রেল কর্তৃপক্ষ।
ধরুণ কোন একদিন সকালে আপনি অত্যন্ত ব্যস্তভাবে ছুটছেন ট্রেন ধরবেন বলে। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে না পারলে বেরিয়ে যাবে নির্দিষ্ট ট্রেনটি। আপনি সময় মতো পৌঁছেও গেলন। কিন্তু দেখলেন ততক্ষণে ট্রেনটি প্লাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। অথচ আপনার হাতঘড়ি বলছে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের এখনো কিছুটা সময় বাকি আছে। কিন্তু স্টেশনের সময় সীমা অনুযায়ী, পেরিয়ে গেছে নির্দিষ্ট সময়। তাই খুব স্বাভাবিকভাবেই নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি। ভারতীয় রেল পরিষেবায় (Indian Railways) এই ঘটনা প্রায় প্রতিদিন ঘটতে দেখা যাচ্ছে।
প্রতি বছর রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়। সেই সময়সূচী অনুযায়ী, ট্রেন যাতায়াত করে প্রত্যেকটি স্টেশনে। সেই সময়সূচি অনুযায়ী, নিজেদের নিত্যদিনের কাজ নির্ধারণ করে নিত্যযাত্রীরা। কিন্তু বর্তমানে সময়টাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের অভিযোগ প্রত্যেকটি স্টেশনে আলাদা আলাদা ডিসপ্লে ক্লকের ব্যবস্থা করা হয়েছে। একটি স্টেশনের সাথে আরেকটি স্টেশনের ঘড়ির সময়ের কোন মিল নেই। ফলে স্টেশনে কোন ট্রেন কখন আসছে তা বোঝা বড় দায়।
আরো পড়ুন: Indian Railways Premium Tatkal: রেলের প্রিমিয়াম তৎকালে টিকিট হবে কনফার্ম, কখন কাটতে হয়, খরচ কত?
সময় নিয়ে সৃষ্টি হওয়া এই সমস্যার সমাধানে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ। প্রত্যেকটি স্টেশনে একটি নির্দিষ্ট ঘড়ি লাগানোর ব্যবস্থা করা হয়েছে। অত্যাধুনিক এই ঘড়িটির নাম জিও সিনক্রোনাইজড ক্লক। আপাতত প্রায় ৭৩০০টি স্টেশনে এই ক্লক বসানোর ব্যবস্থা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। তাদের দাবি অনুযায়ী, এখন থেকে দেশের প্রত্যেকটি স্টেশনে একই সময় দেখাবে এই ঘড়িগুলি। অন্তত ৭৩০০ টি স্টেশন একসাথে এই পরিষেবা চালু করা সম্ভব হবে। এরপর বাকি ষ্টেশনগুলিতেও চালু করা হবে নতুন এই ঘড়ির পরিষেবাটি।
ভারতীয় রেল পরিষেবার (Indian Railways) অন্তর্গত পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে নতুন এই জিও সিংক্রোনাইজড ক্লকটি বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে পূর্ব রেলের অন্তর্গত প্রায় ৫৮০ টি স্টেশনের মধ্যে ৪০ টি স্টেশনে ইতিমধ্যে এই ঘড়ি বসানোর কাজ হয়ে গেছে। পূর্ব রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, কোনো ডিভিশন বা কোনো রুট মেন্টেন করে এই কাজ করা হচ্ছে না। র্যান্ডাম ভাবে প্রত্যেকটি স্টেশনে বসানো হচ্ছে এই ঘড়ি। ইতিমধ্যে কোপাই, বাতাসপুর, দেবীপুর, খামারগাছি, পাল্লা, প্রান্তিক, গাংপুর, বাগানপাড়া, বলাগড়, জৌগ্রাম ইত্যাদি স্টেশনে ঘড়ি লাগানোর কাজ হয়ে গেছে। উল্লেখিত স্টেশনগুলিকে ইতিমধ্যে একটি নির্দিষ্ট সময়সীমার অন্তর্ভুক্তি করা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, নতুন ঘড়ি বসানো ছাড়াও আরো একাধিক উন্নয়নমূলক কাজ চলছে রেলের বিভিন্ন ডিভিশনে।