Civic Volunteers: রাজ্যের সিভিকদের জন্য নতুন বছরে দুর্দান্ত সুখবর। রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও খুব সহজেই এবার থেকে ব্যাঙ্কঋণ (Bank Loan) নিতে পারবেন। রাজ্য পুলিশ এইজন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে। নবান্নে তরফ থেকে জানা যাচ্ছে যে, প্রকল্পটিকে দ্রুত কার্যকর করার জন্য নানারকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ব্যাংকের তরফ থেকে এই লোনের সুবিধা পাওয়ায় খুশি রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা।
বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteers)। সিভিক ভলেন্টিয়াররা থানায় এবং রাস্তায় রীতিমতো পুলিশদের মতোই ডিউটি করে চলেছে। কিন্তু রাজ্য পুলিশের আইনের তুলনায় অনেক কম মাইনে পান সিভিক ভলেন্টিয়াররা। মাস গেলে দশ হাজার টাকা বেতন পান তারা। যেহেতু তাদের বেতন কাঠামো দুর্বল তাই ব্যাংক থেকে লোন পেতে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে।
ঋণ পাওয়ার জন্য যে নির্দিষ্ট শর্তাবলি রয়েছে সেই আওতায় আসেন না রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteers)। যেহেতু তাদের ব্যাংক থেকে লোন পাওয়ার কোন আশা থাকে না তাই চড়া সুদে অন্য জায়গা থেকেই লোন নিতে হয় সিভিক ভলেন্টিয়ারদের। সিভিকদের এই সমস্যার কথা নবান্নে জানানো হয়েছিল। তারপরই উপর মহল থেকে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ আসে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সিভিকদের ‘স্যালারি অ্যাকাউন্ট’ রয়েছে। সেই ব্যাঙ্কের সাথে সরকারের চুক্তিতে ঋণের কোনো উল্লেখ করা হয়নি। রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা হল চুক্তিভিত্তিক কর্মী, এই কারণে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তারা ঋণ পেতেন না। এই সমস্যা সমাধানেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে বিভাগীয় কর্তারা আলোচনায় বসেন।
আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স নেই? তবে আজই করুন আবেদন, জেনে নিন সমস্থ খুঁটিনাটি
এমনকি পুলিশের তরফ থেকে প্রস্তাব রাখা হয় যে, ঋণ জট কাটাতে সিভিকদের (Civic Volunteers) স্যালারি অ্যাকাউন্টের বিনিময়ে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে, তাদের এই প্রস্তাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সাড়া দিয়েছে। স্টেট ব্যাঙ্কের সঙ্গে তাদের পুরোনো চুক্তি বাতিল হচ্ছে এবং একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি হচ্ছে।
নতুন চুক্তির ভিত্তিতে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে সিভিক ভলেন্টিয়াররা। তবে এর পিছনেও একটি শর্ত রয়েছে, বাড়ি কিংবা জমি জায়গার দলিল বন্ধক রাখতে হবে ব্যাঙ্কে। যার মূল্য ১ লক্ষ টাকার বেশি হতে হবে। ইতিমধ্যেই নতুন ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে তাদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।