Kurseong IT Park: কার্শিয়াংয়ের বাসিন্দাদের জন্য সুখবর, রাজ্যের নতুন পদক্ষেপে কপাল খুলতে চলেছে উত্তরবঙ্গের

Prosun Kanti Das

Published on:

Advertisements

New IT Park to be built in Kurseong: পশ্চিমবঙ্গে আইটি পার্ক বা হাব বলে চিহ্নিত করা হয় কলকাতার সেক্টর ফাইভকে। এখানে একের পর এক বিভিন্ন ধরনের আইটি সংস্থা রয়েছে। টেকনোলজি সমৃদ্ধ বিভিন্ন ধরনের কাজকর্ম সম্পন্ন হয় কলকাতার সেক্টর ফাইভে। তবে এবার শুধু কলকাতা তেই নয়, এবার দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে গড়ে উঠতে চলেছে আইটি পার্ক (Kurseong IT Park)। জানা গেছে এই আইটি পার্কটি তৈরি করবে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স। এটি তৈরি করার জন্য খরচ হতে পারে মোট ৪৮ কোটি টাকা। এই আইটি পার্ক তৈরি করার মূল উদ্দেশ্য হলো উত্তরবঙ্গের আইটি সেক্টরকে আরো উন্নত রূপে নির্মাণ করা।

Advertisements

জানা গেছে আগামী দু বছরের মধ্যে উত্তরবঙ্গে এই আইটি পার্ক (Kurseong IT Park) গড়ে তোলার চেষ্টা করা হবে। অতি শীঘ্রই এই পার্ক নির্মাণের যাবতীয় কাজকর্ম সেরে ফেলা হবে। ইতিমধ্যেই জিটিএর চিফ এক্সিকিউটিভ অনীত থাপা এই আইটি পার্কের শিলান্যাস করেছেন। উত্তরবঙ্গে এই আইটি পার্ক গড়ে উঠলে এক দিকে যেমন টেকনোলজির জগতে বিভিন্ন ধরনের উন্নতি ঘটবে ঠিক তেমনি এর মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তর মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন। এই আইটি পার্ক এর মাধ্যমে উত্তরবঙ্গ আইটি সেক্টরে প্রভূত উন্নতি করবে বলেই আশা করা যাচ্ছে।

Advertisements

জানা গেছে এই আইটি পার্ক (Kurseong IT Park) তৈরি হবে কার্শিয়াং পলিটেকনিক কলেজের কাছে। স্বাভাবিক ভাবে একটি আইটি পার্ক তৈরি করার জন্য বিশাল বড় জায়গার প্রয়োজন। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় ১.৫ লাখ বর্গ ফুট জায়গা জুড়ে তৈরি হবে এই আইটি পার্ক। এই আইটি পার্কের শুধুই যে টেকনোলজি সম্পর্কিত কাজকর্ম হবে তা নয়। এর মধ্যে থাকবে ব্যাডমিন্টন কোর্ট ও থিয়েটার থাকবে। আইটি পার্কটি (IT Park) নির্মাণ প্রসঙ্গে জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি সৌম্য পুরকায়েক বলেছেন “উত্তরবঙ্গের উদ্যোগপতিদের কাছে এটা একটা বড় সুযোগ। প্রতিবেশী দেশ যেগুলি রয়েছে তাদের কাছেও একটা বড় সুযোগ। নেপাল বাংলাদেশ, ভুটানের কাছেও এটা একটা বড় সুযোগ”।

Advertisements

আরও পড়ুন ? Mahaldiram: দার্জিলিং গিয়ে গিয়ে পচে গেল! এবার ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম, ফিরতে মন চাইবে না

অনীত থাপা জানিয়েছে এই আইটি পার্ক নির্মাণের পাশাপাশি ১০০ বেডের কার্শিয়াং হাসপাতালকে আরো উন্নত করা হবে। কার্শিয়াং ট্যুরিস্ট লজের কাছে এই হাসপাতালকে নিয়ে যাওয়া হবে। ২০০ বেডের এই হাসপাতালে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা খাকবে। এছাড়াও শহরের মাঝখাবে যে হাসপাতাল রয়েছে সেখানে আগত মানুষদের সুবিধার্থে একটি বহুমুখী পার্কিং সেন্টার গড়ে তোলা হবে। এখানেই শেষ নয়, তিনি আরো জানিয়েছেন “জিটিএ ও রাজ্য সরকার চেষ্টা করছে যাতে ১০০ কোটি টাকা ব্যয়ে পরিশ্রুত পানীয় জলের প্রকল্প গড়ে তোলা যায়”।

বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে পরিশ্রুত পানীয় জলের প্রকল্পটি গড়ে তোলার জন্য ইতিমধ্যেই দুটি রিজার্ভার অনুমোদন করা হয়েছে। একটি রিজার্ভার থাকবে ডাউনহিল এলাকায় এবং অপর রিজার্ভারটি থাকবে সিপাহিধুরা এলাকায়। সেই সঙ্গে উত্তরবঙ্গকে আরো উন্নত করে তুলবে, নতুন সৃষ্টি হওয়া এই আইটি হাব বা পার্ক। আগে যে আইটি সেক্টর শুধুমাত্র দক্ষিণবঙ্গর কলকাতাকে কেন্দ্র করেছিল, তাই এবার উত্তরবঙ্গ কেও উন্নত করে তুলবে। সামনেই আছে লোকসভা নির্বাচন। আর এরই মধ্যে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়নের এই সিদ্ধান্ত উত্তরবঙ্গবাসীর মুখে যে হাসি ফোটাবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Advertisements