নিজস্ব প্রতিবেদন : Automobile Pvt. Ltd নামে হায়দ্রাবাদের একটি স্টার্টআপ সংস্থা বাজারে নিয়ে এলো ব্যাটারি চালিত এমন একটি বাইক যে বাইকটিতে মাত্র ৭ থেকে ১০ টাকা বিদ্যুৎ খরচ করলেই যাওয়া যাবে ১০০ কিলোমিটার পর্যন্ত। বর্তমানে যখন দিনের পর দিন পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তখন এমন বাইকের বাজারে আসাটা খরচ বাঁচানোর সবথেকে বড় বিকল্প।
হায়দ্রাবাদের ওই স্টার্টআপ সংস্থা Automobile Pvt. Ltd তরফ থেকে বাজারে আনা ব্যাটারি চালিত বাইকটির নাম হয়েছে Atum 1.0। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে তারা এই বাইকটির দাম রেখেছে মাত্র ৫০ হাজার টাকা। আর এই ৫০ হাজার টাকার বিনিময়ে তারা যে পরিষেবা দিচ্ছে তাতে তাদের দাবি খুব কম সময়ের মধ্যে টাকা উসুল হয়ে যাবে।
Atum 1.0 নামের এই ইলেকট্রিক বাইকটিতে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ইলেকট্রিক বাইকটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র ৪ ঘন্টা। আর তার বিনিময়ে ছুটে যায় ১০০ কিলোমিটার পর্যন্ত। এই বাইকটি ইতিমধ্যেই ICAT এর অনুমোদন পেয়েছে।
বাজারে আসা এই নতুন ইলেকট্রিক বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। আর এই স্বল্প গতিসম্পন্ন হওয়াই বাইকটি চালানোর জন্য চালকের কোন রকম লাইসেন্সের প্রয়োজন হবে না এবং বাইকটির রেজিস্ট্রেশন ইত্যাদির প্রয়োজনও নেই। অর্থাৎ এক ধাক্কায় কমে যাচ্ছে একাধিক খরচ।
তবে বাইকের গতিবেগ কম হলেও ফিচারের বিচারের যুক্ত করা হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তিতে। এই বাইকে রয়েছে বেস্ট ইন ক্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স, রয়েছে ডিজিটাল ডিসপ্লে এবং ডিজিটাল ইন্ডিকেটর ইত্যাদি। এর পাশাপাশি এই বাইকের ব্যাটারিতে দেওয়া হচ্ছে দু বছরের ওয়ারেন্টি। ইয়ং জেনারেশনের কথা ভেবে সংস্থার তরফ থেকে বাইকটিকে সাজিয়ে তোলা হয়েছে।