New LIC Policy: নামমাত্র বিনিয়োগ, মিলবে ৫ লাখ! LIC-র এই স্কিমটি না জানলে লস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bumper return on LIC new Policy: ভারতের অন্যতম এবং বৃহত্তম বিমা কোম্পানি হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ভারত সরকারের মালিকানাধীন এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য নিয়ে আসে বিভিন্ন ধরনের পলিসি (LIC Policy) অফার। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া-এর এই পলিসির মাধ্যমে আপনিও নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে পারবেন। এলআইসি( LIC)-এর এরকম একটি পলিসি হল এলআইসি বিমা রত্ন প্ল্যান। এটি আসলে একটি নন-লিঙ্কড, ব্যক্তিগত, সেভিংস জীবন বিমা পরিকল্পনা।

Advertisements

আপনি কি জানেন এলআইসি বিমা (LIC Policy) রত্ন প্ল্যান হলো একটি গ্যারান্টিযুক্ত বোনাস অফার করে? যা আপনি আপনার আয় এবং ভবিষ্যতের প্রয়োজন অনুসারে এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। আপনি এই স্কিমে পেয়ে যাবেন ২০ থেকে ২৫ শতাংশ টাকা মানি ব্যাক সুবিধা। তবে এই অর্থ অবশ্যই দ্বিগুণ হয়ে আসবে। কিন্তু এই প্রকল্পের মেয়াদপূর্তিতে মোট অর্থের মাত্র ৫০ শতাংশ টাকাই রিটার্ন হিসাবে পাওয়া যায়।

Advertisements

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-এর বিমা রত্ন প্ল্যান (LIC Policy) সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ১৫ বছরের পরিকল্পনার জন্য ১৩ তম এবং ১৪ তম বছরে, ২০ বছরের পরিকল্পনার জন্য ১৮ এবং ১৯ তম বছরে এবং ২৫ বছরের পরিকল্পনার জন্য ২৩ তম এবং ২৪ তম বছরে অর্থ ফেরত পাওয়া যায়৷ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)-এর বিমা রত্ন প্ল্যানে ৫ বছরের প্রিমিয়ামে প্রতি হাজার টাকায় ৫০ টাকা বোনাস পেয়ে যাবেন।

Advertisements

আপনি এই প্ল্যানে ৬ থেকে ১০ বছরের জন্য করা বিনিয়োগের জন্য ৫৫ টাকার একটি বোনাস পেয়ে যাবেন এবং পরবর্তী সময়কাল থেকে মেয়াদপূর্তিতে ৬০ টাকা বোনাস পাবেন। এই প্ল্যান আসলে একটি সীমিত প্রিমিয়াম সহ একটি গ্যারান্টিযুক্ত মানি ব্যাক প্ল্যান। যদি আপনি এতে নির্দিষ্ট বোনাস পেতে চান তাহলে আপনাকে অল্প সময়ের জন্য প্রিমিয়াম দিতে হবে৷ এই প্রকল্পে বিনিয়োগের অপর একটি সুবিধা হল এটি বাজারের সবরকম ঝুঁকি থেকে আপনার বিনিয়োগকে রক্ষা করে।

বিনিয়োগকারীরা অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-এর বিমা রত্ন প্ল্যানে কমপক্ষে ৫ লাখ টাকার একটি রিটার্ন পান। এই পলিসিতে সর্বাধিক রিটার্নেরর কোনও উচ্চ সীমা নেই৷ এলআইসি বীমা রত্ন পলিসি ১৫ বছর, ২০ বছর এবং ২৫ বছরের জন্য নেওয়া যেতে পারে এবং সেই ক্ষেত্রে প্রিমিয়াম যথাক্রমে ১১ বছর, ১৬ বছর এবং ২১ বছরের জন্য দিতে হবে। আপনি এতে ৫৫ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

Advertisements