New Logo of BSNL: বিএসএনএল নিজেকে সাজিয়ে তুললো নতুন রূপে। বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড প্রকাশ করল তাদের নতুন লোগো। 4G পরিষেবা প্রদান করার আগে থেকেই এই নতুন লোগো মার্কেটে লঞ্চ হল। নয়া লোগোর মধ্য দিয়ে তাদের চিরাচরিত বার্তাকে তুলে ধরল বিএসএনএল। লোগোর রং করা হলো পুরোপুরি গেরুয়া। পাশাপাশি বিএসএনএল নিয়ে এলো দুর্দান্ত সাতটি নতুন পরিষেবা।
এই নতুন পরিষেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্প্যাম প্রটেকশন সার্ভিস,ন্যাশানাল ওয়াইফাই রোমিং সার্ভিস, ফাইবার ভিত্তিক ইন্টারনেট টিভি সার্ভিস, ডাইরেক্ট টু ডিভাইস কানেকটিভিটি সলিউশন। বর্তমানে বিএসএনএলের গ্রাহক সংখ্যারও বৃদ্ধি করছে দিনকে দিন। গ্রাহকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে বিএসএনএল আনল এই নয়া লোগো (New Logo of BSNL)।
সম্প্রতি গ্রাহকদের জন্য বিএসএনএল নিয়ে আসলো একটি নতুন ৪জি ও ৫জি পরিষেবা। নিউ দিল্লির সদর দপ্তরে বিএসএনএল লঞ্চ করল তাদের এই নতুন লোগো। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই নয়া লোগোটি প্রকাশ করেন। লোগো প্রকাশের (New Logo of BSNL) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রশখর পেমাসানি ও টেলিকমিউনিকেশন সচিব নীরজ মিত্তল। পাশাপাশি সাতটি নয়া পরিষেবার সূচনা করেছে বিএসএনএল।
আরো পড়ুন: টেসলা আনতে চলেছে পাই ফোন: স্মার্টফোনের জগতে বিপ্লব আনবে এই ফোন
এছাড়াও ওয়াইফাই রোমিং সার্ভিসের সূচনা করেছে বিএসএনএল। পাশাপাশি একাধিক পরিষেবা যেমন হাইস্পিড ইন্টারনেট অ্যাকসেসের সূচনা হয়েছে এবং ফাইবার ভিত্তিক টিভি পরিষেবার সূচনা হয়েছে। অন্তত ৫০০টি লাইভ চ্যানেল ও পে টিভি ফেসিলিটি থাকবে এখানে। এছাড়াও, টিভি স্ট্রিমিংয়ের জন্য যে ডেটা ব্যবহার করা হবে সেটা FTTH প্যাক থেকে বাদ যাবে না। শুধুমাত্র লোগো (New Logo of BSNL) লঞ্চ করে বিএসএনএল ক্ষান্ত হয়নি। পাশাপাশি একাধিক আকর্ষণীয় পরিষেবা চালু করেছে।
সরকারি এই টেলিকম সংস্থাটি ক্রমাগত জোর দিচ্ছে যে কানেকশন রয়েছে তাকে আপগ্রেড করার উপর। সেকারণে এনি টাইম সিম কিয়স্কের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিএসএনএল সূচনা করেছে ডি২ডি সার্ভিসেরও। এই সার্ভিসের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও ইউপিআই পরিষেবার সুবিধা মিলবে। সরকার ও রিলিফ এজেন্সির জন্য বিশেষ কমিউনিকেশন প্লাটফর্মের সূচনা করা হচ্ছে। যদি সংকটের পরিস্থিতি আসে তাহলে এটি কাজে লাগবে।