Tata Cancer Medicine: শরীরে ফিরে আসবে না ক্যান্সার, জেনে নিন টাটাদের ১০০ টাকার সেই ওষুধের নাম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ক্যান্সার (Cancer) এমন একটি রোগ যার নাম শুনলেই অধিকাংশ মানুষের জীবনের অর্ধেক পরমায়ু শেষ হয়ে যায়। কেননা এই রোগ হলে চিকিৎসা করানোর খরচ থেকে শুরু করে অন্যান্য যে কষ্ট রয়েছে তা মানুষের জীবনকে দুর্বিষহ করে দেয়। তবে এবার এই রোগ থেকে মুক্তি পেতে নতুন আবিষ্কার করল টাটা মেডিকেল (Tata Cancer Medicine)। তাদের তরফ থেকে নতুন ওষুধ আবিষ্কার করা হয়েছে এবং সেই ওষুধের দামও আহামরি কিছু নয়, দাম মাত্র ১০০ টাকা।

Advertisements

এমন মারণ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বজুড়ে এখন চলছে গবেষণা, নতুন নতুন আবিষ্কার। যে সকল বিজ্ঞানীরা এমন আবিষ্কারের পিছনে দৌড়াচ্ছেন তাদের মধ্যেই টাটা ইনস্টিটিউটের গবেষকরা ১০ বছরের প্রচেষ্টায় এই ওষুধ আবিষ্কার করেছেন। এমন ওষুধ আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই সবার মধ্যে কৌতূহল, সত্যিই কি ওই ওষুধে ক্যান্সার সেরে যাবে? কি আছে ওই ওষুধে?

Advertisements

আসলে বহু ক্ষেত্রেই এখন দেখা গিয়েছে ক্যান্সার হলেও সঠিক সময়ে চিকিৎসা করানো হলে রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুনরায় ক্যান্সার বাসা বাঁধতে পারে শরীরে। আর এই আতঙ্কেই নিশ্চিন্তভাবে জীবনযাপন সম্ভব হয় না। কিন্তু এবার চিনতে জীবন-যাপন সম্ভব হবে টাটাদের আবিষ্কৃত ওই ওষুধের কারণে। টাটাদের আবিষ্কৃত ওই ওষুধ ক্যান্সার রোগীরা খেলে পুনরায় তাদের শরীরে ক্যান্সার বাসা বাঁধার সম্ভাবনা থাকবে না বললেই চলে।

Advertisements

আরও পড়ুন ? Tata Group Market Capital: পাকিস্তানের মাথায় হাত! শুধু টাটাদের সম্পত্তির কাছেই চুনোপুটি হয়ে গেল আস্ত দেশ

টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডঃ রাজেন্দ্র বাদভে জানিয়েছেন, ১০ বছরের প্রচেষ্টায় এই ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে। ওষুধের দামও বেশি নয়। গবেষণা চালানোর সময় হিন্দুদের শরীরে মানুষের ক্যান্সার আক্রান্ত কোষ ঢোকানো হয় এবং দেখা যায় প্রথমে টিউমার হয়। এরপর চিকিৎসা করে টিউমার সারানো হলে দেখা যায় ক্যান্সার কোষগুলি মরে যায়। কিন্তু সেই সকল কোষ ভেঙ্গে তৈরি হয় ছোট ছোট পার্টিকল। সেগুলি আবার শরীরের সুস্থ রক্তের মধ্যে ছড়াতে শুরু করে এবং নতুন করে ক্যান্সারের খেলা শুরু হয়।

এরপর শরীরে প্রো-অক্সিড্যান্ট ট্যাবলেট দিয়ে লক্ষ্য করা যায় কাজ হচ্ছে। ট্যাবলেটের সঙ্গে রেজভেরাট্রোল ও কপার (R+Cu) দিয়ে দেখা যায় পার্টিকলগুলি নষ্ট হচ্ছে। এর ফলে আর সেগুলি অন্যত্র ছড়িয়ে পড়ছে না। গবেষকদের তরফ থেকে এই ওষুধকে বলা হচ্ছে Magic of R+Cu। চিকিৎসকদের তরফ থেকে দাবি করা হয়েছে, এই ওষুধ খেলে শরীরে দ্বিতীয়বারের জন্য ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা থাকবে না আর রেডিয়েশনের যে পার্শ্বপ্রক্রিয়া রয়েছে সেগুলিও কমে যাবে। এই ওষুধ কাজ করবে ফুসফুস, পাকস্থলী ও মুখের ক্যান্সারে। এই ওষুধ বাজারে আসার জন্য FSSAI এর অনুমোদনের অপেক্ষায়।

Advertisements