New Metro Route connecting to Kolkata Metro: যত দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে পরিবহন ব্যবস্থা। তা সড়ক পথক, রেলপথ হোক বা জলপথ। এবার সেই পরিবহন ব্যবস্থায় আরো একধাপ উঁচুতে উঠল পাতালরেল পরিবহন। বাড়লো কলকাতা সংলগ্ন সুড়ঙ্গ পথের রাস্তা। শুরু হল কলকাতা লাগোয়া নতুন রুটের (New Metro Route) কাজ। যা দারুন সুখবর দিল মেট্রো যাত্রীদের। কলকাতা সংলগ্ন এই মেট্রো রুট কোথায়? কবে থেকেই বা তা চালু হবে? জানালেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ অফিসার কৌশিক মিত্র। কি বললেন তিনি?
সাম্প্রতিক সময়ে সড়ক পথে নানা ট্রাফিক সমস্যার কারণে অনেকেই সুড়ঙ্গ পথকে বেছে নেন। যার মাধ্যমে খুব সহজেই গন্তব্যস্থলে পৌঁছে যায় যাত্রীরা। তাই যাত্রীদের সুবিধার্থে শহরতলীতে নানান জায়গা দিয়ে তৈরি হচ্ছে মেট্রো রেল যাওয়ার নতুন রুট। সেরকমই কলকাতার মেট্রো রুটে জুড়ল নিউ গড়িয়া টু দমদম বিমানবন্দর নয়া রুট।
প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই নিউ গড়িয়া টু দমদম বিমানবন্দরের রুট (New Metro Route) সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝখানে এই রুটের একটি অংশ নিকো পার্কের লাইন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। পাওয়া যায়নি পুলিশি অনুমোদন। যার ফলে এই নয়া রুটের লাইন তৈরির ক্ষেত্রে ভায়াডাক্ট নির্মাণের সমস্যা তৈরি হচ্ছিল। তবে বর্তমানে সেই সমস্যার সমাধান পেয়ে নিকো পার্কের লাইন সম্প্রসারণে পুলিশে অনুমতি পেয়েছে মেট্রোরেল। যার ফলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে নিকো পার্ক লাইন সম্প্রসারণের কাজ। যা মেট্রোরেল কর্তৃপক্ষ তরফে গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।
আরও পড়ুন ? Metro New Technology: কারেন্ট চলে গেলেও মাঝপথে আটকাবে না ট্রেন! দারুণ পরিষেবা আসছে কলকাতা মেট্রোয়
মেট্রো রেল মুখ্য জনসংযোগ অফিসার কৌশিক মিত্র সূত্রে জানা গিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনার তরফে পাওয়া হয়েছে NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। তারপর থেকে শুরু হয়ে গেছে ট্রায়াল রানের কাজ। যা ১৫ তারিখ পর্যন্ত চলার পর রিপোর্টের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে। পাশাপাশি এও জানাগিয়েছে যে, ট্রাফিক সমস্যা মিটলেই শুরু হবে ডায়াডাক্ট নির্মাণের কাজ। মেট্রোরেল আশা রাখছে তিন মাসের মধ্যেই সম্পন্ন হবে এই রুটের কাজ এবং সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই এই রুটে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেট্রো চলাচল। যার ফলে নিকো পার্কে আসার সুবিধা হবে মেট্রো যাত্রীদের।
যেহেতু কলকাতার এই মেট্রো রুট (New Metro Route) বিমানবন্দর পর্যন্ত পৌঁছবে তাই মেট্রো রেলে তরফে বিশেষ কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেমন বিশেষ আলোর ব্যবস্থা, চালক ও যাত্রীদের সুবিধার্থে বিশেষ সিগন্যাল, মসৃণ পথের জন্য চওড়া লাইন প্রভৃতি। যা মেট্রো যাত্রীদের জন্য দারুন আনন্দের খবর। তবে এখন অপেক্ষা শুধু কাজ শেষ হয়ে মেট্রো চলাচল শুরু হওয়ার।