তারা মায়ের পূজোয় নয়া নির্দেশিকা জারি তারাপীঠ মন্দির কমিটির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের তীর্থক্ষেত্রগুলির মধ্যে তারাপীঠ অন্যতম তা নতুন করে তুলে ধরার কিছু নেই। বছরের বিভিন্ন সময়, বিভিন্ন তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে তারাপীঠ মন্দির প্রাঙ্গণে তারা মায়ের দর্শনে। এই সকল পূণ্যার্থীদের পূর্ণ সহযোগিতা, নিরাপত্তা, পাশাপাশি মন্দিরের পবিত্রতা বজায় রাখতে তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে সময়ের পরিপ্রেক্ষিতে নানান সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। ঠিক তেমনই নতুন করে একটি নির্দেশিকা জারি করল তারাপীঠ মন্দির কমিটি, যা আগামী ১লা পৌষ থেকে লাগু হবে সকল পুণ্যার্থী ও সেবাইতদের জন্য।

Advertisements

Advertisements

তারা মায়ের পুজো সম্পর্কিত নয়া নির্দেশিকায় মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের ১৮ই ডিসেম্বর অর্থাৎ ১লা পৌষ থেকে তারা মায়ের বিগ্রহে তেল, অগুরু, গোলাপজল ও আলতা ইত্যাদি ঢালা যাবে না। এমনকি মন্দিরের গর্ভগৃহে ছবি তোলাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এছাড়াও ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের কোন পালাদার সেবাইত গর্ভগৃহের রেলিংয়ের তালা খুলতে পারবেন না।

Advertisements

কিন্তু কেন এই নির্দেশিকা? নির্দেশিকা নিয়ে তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক মুখোপাধ্যায় জানান, “মন্দিরের এবং তারা মায়ের গর্ভগৃহের পবিত্রতা বজায় রাখতে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। বহু দর্শনার্থী তারা মায়ের গায়ে আলতা, অগুরু, গোলাপজল ইত্যাদি এমনভাবে ঢেলে দিচ্ছেন যাতে মায়ের পবিত্রতা নষ্ট হচ্ছে। পূণ্যার্থীদের এগুলি নিয়ে প্রবেশে বাধা নেই, কিন্তু গায়ে ঢেলে দেওয়াতে নিষেধাজ্ঞা। এছাড়াও মন্দিরের গর্ভগৃহে নারকেল ইত্যাদি ভেঙে ফেলায় ক্ষতি হচ্ছে মন্দিরের গর্ভগৃহের। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মন্দির কমিটি।”

যদিও তিনি মন্দিরের খোলার বিষয়টি সম্পর্কে জানান, “রেলিং খোলার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার পুনর্বিবেচনা করার জন্য আমরা আবার একটি আলোচনায় বসবো। তারপর এই সিদ্ধান্ত কার্যকরী হবে কিনা তা নিয়ে জানাবো। রেলিং খোলার বিষয়ে যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তা এই মুহূর্তে কার্যকরী করা হচ্ছে না।”

নয়া এই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মত পোষণ করেছেন, “যদি এমনটা হয়ে থাকে তাহলে খুবই ভালো, কিন্তু পাশাপাশি পাণ্ডাদের অশালীন ব্যবহার বন্ধ করতে হবে। কিছু কিছু পাণ্ডাদের সীমাহীন ঔদ্ধতা সহ্য করা মুশকিল হয়ে পরে।”

Advertisements