করোনায় বীরভূমে বাড়লো মৃতের সংখ্যা, আশা দেখাচ্ছে সুস্থতার হার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের পাশাপাশি বীরভূমের বিরাম নেই করোনার। প্রতিদিন প্রতি নিয়ত জেলায় বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কপালে দুশ্চিন্তার ভাঁজ করছে জেলার বাসিন্দাদের। তবে এযাবত জেলায় করোনাই প্রাণহানির সংখ্যা এবং হার ছিল অনেকটাই কম। তবে তিল তিল করে তাও বাড়ছে। যদিও আশার আলো দেখাচ্ছে সুস্থ হয়ে ওঠার হার।

Advertisements

Advertisements

রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে করোনা সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় বীরভূম জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫ জন। আর সেই জায়গায় আক্রান্তের তুলনায় দ্বিগুণ অর্থাৎ ৫০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত গত ২৪ ঘন্টায় জেলায় প্রাণ হারিয়েছেন আরও একজন। আর এ নিয়ে বীরভূমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২২৫। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বর্তমানে ৮৯৮। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ৩১৯।

Advertisements

হারের দিক দিয়ে বিচার করলে বর্তমানে বীরভূমে সুস্থ হয়ে ওঠার হার ৭৩.৩০%, যা জেলাবাসীকে আশার আলো দেখাচ্ছে। তবে এর পাশাপাশি গত ২৪ ঘন্টায় একজনের প্রাণহানির ঘটনা ঘটায় জেলায় মৃতের বেড়ে দাঁড়ালো ০.৬৫%, যা গতকাল পর্যন্ত ছিল .৫৮%।

অন্যদিকে রাজ্যে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৬,৪৯৮। প্রতিদিন রাজ্যে ৩০০০-এর এদিক ওদিক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তবে রাজ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৩৫ জন। রাজ্যে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৮৬৭৭১। পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৫১ জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা ২৪২৮। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৭২৯৯।

Advertisements