Advertisements

সিরিডি থেকে স্ট্যাচু অফ ইউনিটি, সস্তায় প্যাকেজ নিয়ে এলো ভারতীয় রেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুম আসার সঙ্গে সঙ্গেই দেখা যায় বহু মানুষকে বিভিন্ন জায়গা ভ্রমণে বের হতে। এই ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে এবার ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন ট্রেন এবং প্যাকেজ আনা হলো। পুজোর পর এই বিশেষ ট্রেন চালাবে আইআরসিটিসি।

Advertisements

পর্যটকদের জন্য নতুন জ্যোতির্লিঙ্গ স্পেশাল ট্রেন উপহার দিতে চলেছে ভারতীয় রেল। ইস্ট জোনে চলবে এই ট্রেন। চুঁচুড়ায় সাংবাদিক বৈঠক করে এই বিশেষ ট্রেনের বিষয়েই জানিয়েছেন আইআরসিটিসির পূর্বাঞ্চল শাখার চিপ সুপারভাইজার সৌরভ চট্টোপাধ্যায়। উল্লেখযোগ্য বিষয় হল এই একটি মাত্র ট্রেনে ঘুরে দেখা যাবে ওঙ্কারেশ্বর, সিরিডি, সানিসিংহাপুর, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি।

Advertisements

আইআরসিটিসি সূত্রে জানা যাচ্ছে, আগামী ৬ নভেম্বর কলকাতা থেকে এই ট্রেন তার যাত্রা শুরু করবে। এই প্যাকেজ ট্যুরে রয়েছে মোট ১২ দিন এবং ১১ রাত। লম্বা এই ট্যুর এবং একসঙ্গে এত জায়গা ঘুরে দেখানোর পরিপ্রেক্ষিতে খরচ অনেক কম। স্লিপার কোচের জন্য খরচ পড়বে ২২,০১০ টাকা এবং এসি থ্রি টায়ারের জন্য খরচ পড়বে ৩৩,০২০ টাকা।

Advertisements

এই প্যাকেজের মধ্যেই যে সকল সুবিধাগুলি পাবেন পর্যটকরা সেগুলি হল স্লিপার ক্লাসের জন্য নন এসি হোটেল, এসি থ্রি টায়ারের জন্য এসি হোটেল। নন এসি বাসে ভ্রমণ। ব্রেকফাস্ট, দুপুরের খাবার এবং রাতের খাবার। এই খাবার সম্পূর্ণ নিরামিষ হবে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া হবে পর্যটকদের। নিরাপত্তা এবং ভ্রমণের সময় বীমার ব্যবস্থা থাকছে।

www.irctctourism.com ওয়েবসাইট থেকে এই ট্যুরের জন্য প্যাকেজ বুকিং করা যাবে। এছাড়াও আইআরসিটিসি-র পূর্বাঞ্চল শাখা অফিস ৩ কয়লাঘাটা স্ট্রিট গ্রাউন্ড ফ্লোর কলকাতা ৭০০০০১ থেকেও এই প্যাকেজ বুক করা যাবে।

Advertisements