ভারতের প্রথম ভার্টিকাল লিফট সেতু পামবান ব্রিজ, দেখলে চোখ জুড়িয়ে যাবে

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রথম ভারটিকাল লিফট সেতু হলো পাম্বান ব্রিজ। গত বৃহস্পতিবার পর্যন্ত এই সেতু নির্মাণের কাজ ৮৪ শতাংশ শেষ হয়েছে। সেতুটি নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে।

পম্বন দ্বীপের রামেশ্বরমের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডকে এই ব্রিজের মাধ্যমে যুক্ত করা হবে। ৮৪ শতাংশ কাজ শেষ হওয়ার বিষয়ে ভারতীয় রেলের তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়।

নতুন এই পামবান সেতুতে রয়েছে ৭২ মিটার লম্বা ভার্টিক্যাল লিফট স্প্যান। এটি প্রায় ১৭ মিটার তোলা যাবে এবং এর নিচ দিয়ে যাবে জাহাজ অথবা বড় বড় নৌকা, ভেসেল ইত্যাদি। এই সেতু নির্মাণের বিষয়ে বৃহস্পতিবার নতুন আপডেট দিয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে ট্র্যাক বসানোর কাজ চলছে। ভার্টিকাল লিফট স্প্যান গার্ডার তৈরির কাজও প্রায় শেষের দিকে। ব্রিজটির মোট দৈর্ঘ্য প্রায় ২.০৭৮ কিলোমিটার। এই প্রকল্পের জন্য মোট ২৭৯.৬৩ কোটি টাকা খরচ করা হচ্ছে।

বর্তমানে যে পম্বন সেতুটি রয়েছে সেটিতে রয়েছে Scherzer রোলিং লিফটের প্রযুক্তি। এই ধরনের প্রযুক্তির মধ্য দিয়ে সেতু অনুভূমিকভাবে খোলা হয়। তবে নতুন যে সেতু নির্মাণ করা হচ্ছে তার প্রযুক্তি আলাদা। নতুন সেতু ডেকের সঙ্গে সমান্তরালভাবেই উল্লম্ব হয়ে উপর দিকে উঠে যাবে। এর জন্য প্রতিটি প্রান্তে ব্যবহার করা হবে বিশেষ সেন্সর।

আগে যে ব্রিজ ছিল সেই ব্রিজের তুলনায় নতুন যে ব্রিজটি তৈরি করা হচ্ছে তা অনেক বেশি ওজন বহন করতে সক্ষম। এছাড়াও নতুন এই ব্রিজটিতে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাতে অনেক দ্রুত খোলা এবং লাগানোর কাজ করা যাবে। সেক্ষেত্রে জলযান অথবা রেল দুই যানের যোগাযোগের পথ অনেক সুগম হবে।