New Pan Card: এবার সরকার দিচ্ছে নতুন ধরনের প্যান কার্ড, কারা পাবেন? কিভাবে আবেদন করতে হবে?

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ প্যান কার্ড (Pan Card) এখন প্রত্যেক ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত জরুরি একটি কার্ডে পরিণত হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আর্থিক লেনদেন সমস্ত কিছুতেই প্যান কার্ড অত্যন্ত জরুরী একটি কার্ড হিসেবে পরিগণিত হয়। আর এবার সরকারের তরফ থেকে নতুন ধরনের প্যান কার্ড (New Pan Card) দেওয়ায় ঘোষণা করা হলো। নতুন ধরনের ওই প্যান কার্ড কারা পাবেন? কিভাবে আবেদন করতে হবে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

সরকারের তরফ থেকে এমন নতুন ধরনের প্যান কার্ড দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে মূলত সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে। সরকারের তরফ থেকে এই প্যান কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রূপান্তরকামীদের জন্য। সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে এবার রূপান্তরকামীরাও প্যান কার্ড হাতে পাবেন।

Advertisements

রূপান্তরকামীরা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্যান কার্ড পাওয়ার ক্ষেত্রে তাদের আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য তাদের যেকোনো জেলা শাসকের কিছু করা পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। যে পরিচয়পত্র হবে ট্রান্সজেন্ডার পারসন্স প্রোটেকশন রাইটস ২০১৯ এর অধীনে। সুপ্রিম কোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে রূপান্তরকামীদের প্যান কার্ড পাওয়া নিয়ে পদ্ধতির কথা জানিয়েছে কেন্দ্র।

Advertisements

আরও পড়ুন : Ration Card: রেশন কার্ড থাকলেও বিনামূল্যে আর খাদ্য সামগ্রী পাবেন না এই ৬ লক্ষ উপভোক্তা, জানিয়ে দিল রাজ্য খাদ্য দফতর

আসলে প্যান কার্ড পাওয়ার জন্য যে আবেদন পত্র রয়েছে, সেই আবেদন পত্রে তৃতীয় লিঙ্গের অপশন নেই। এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতে মামলা হয় এবং যে মামলায় কেন্দ্রের তরফ থেকে কিভাবে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা প্যান কার্ড পাবেন তা জানানো হয়। কেন্দ্রের তরফ থেকে আদালতে এমনটা জানানোর পরিপ্রেক্ষিতে আর রূপান্তরকামীরা প্যান কার্ড নিয়ে যে সমস্যায় ভুগছিলেন তা আর ভুগতে হবে না।

সরকারের তরফ থেকে সুপ্রিমকোর্টে এমন বয়ান দেওয়ার পর যেভাবে অন্যান্যরা প্যান কার্ডের আবেদন করেন সেই ভাবেই আবেদন করতে হবে রূপান্তরকামীদের। কেবলমাত্র প্যান কার্ড পাওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে রূপান্তরকামী হিসাবে জেলাশাসক যে পরিচয়পত্র দেবেন তা জমা করতে হবে। এক্ষেত্রে অনলাইন অথবা অফলাইন দুই পদ্ধতিতেই রূপান্তরকামীরা তাদের প্যান কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং আধার লিঙ্ক করাতেও সমস্যা হবে না।

Advertisements