বদল আসছে কলকাতা মেট্রোয়! অনেক বেশি সুবিধা পাবেন যাত্রীরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের বড় সংখ্যার মানুষ প্রতিদিন ট্রেনের ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ট্রেনের ওপর রোজ এমন নির্ভরশীলতা রয়েছে প্রায় এক কোটি মানুষের। যে কারণে রেল পরিষেবা সবসময় ভারতীয়দের কাছে গণপরিবহনের লাইফ লাইন। রেল পরিষেবার ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। ভারতীয় রেলের (Indian Railways) সেই সকল ভাগের মধ্যেই হল মেট্রো রেল (Metro Rail)।

Advertisements

ভারতে প্রথম মেট্রোরেল পরিষেবা চালু হয়েছিল কলকাতায়। এরপর তা দেশের অন্যান্য একাধিক বড় শহরে চালু হয়। দেখতে দেখতে মেট্রো পরিষেবা এখন কলকাতার যোগাযোগ ব্যবস্থার প্রাণ হয়ে দাঁড়িয়েছে। কোনদিন মেট্রো পরিষেবা ব্যাহত হলেই ভোগান্তির শিকার হতে হয় হাজার হাজার যাত্রীদের। তবে রেলের তরফ থেকে যাত্রীদের ভোগান্তির পরিবর্তে সবসময়ই তাদের আরও উন্নত থেকে উন্নততর পরিষেবা দেওয়ার চেষ্টা চালানো হয়। ঠিক সেই রকমই এবার কলকাতায় মেট্রোতে আসছে এক পরিবর্তন, যা যাত্রীদের সুবিধা দেবে অনেক, তার থেকেও বড় কথা হলো দেবে অনেক বেশি সুরক্ষা।

Advertisements

মেট্রো রেল কর্তৃপক্ষ সবসময় চায় যাত্রীরা যাতে সুরক্ষিতভাবে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন। তবে তার মধ্যেও অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়। এবার এই সকল ঘটনা যাতে না ঘটে তার জন্য কলকাতার উত্তর দক্ষিণ মেট্রোয় কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের লিঙ্ক করার উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই পদক্ষেপই বদলে দেবে মেট্রো যাত্রীদের সফর।

Advertisements

যে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অর্থাৎ কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম লিংক হয়ে গেলেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের উল্টো দিকের দরজা খুলবে না অথবা ট্রেন প্লাটফর্মের বাইরে থাকলে কোন দিকের দরজায় খুলবে না। এই প্রযুক্তির ফলে স্বাভাবিকভাবেই মেট্রযাত্রীদের যাত্রাপথ অনেক সুরক্ষিত হবে, স্বাভাবিকভাবেই তারা অনেক সুবিধা পাবেন।

এমন উদ্ভাবনী উদ্যোগকে দ্রুত বাস্তবায়িত করার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে সর্বক্ষণ কাজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই উত্তর দক্ষিণ মেট্রো রেলের দমদম থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে তিন ফেজ রেকের প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের সঙ্গে ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমের সংযোগ করে সফলভাবে ট্রায়াল হয়েছে। ট্রায়াল সফল হওয়ার পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে আগামী দু’মাসের মধ্যে পুরো পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাবে।

Advertisements