অরিজিতের কলকাতায় অনুষ্ঠান নিয়ে সংশয়, নতুন জায়গা ঘিরেও জল্পনা

অনেক দিন ধরেই অরিজিৎ সিংয়ের কলকাতা (Kolkata) কনসার্ট-এর স্থান নিয়ে আলোচনা হয়ে আসছে। জানা গিয়েছে ইকো পার্কের পর অ্যাকোয়াটিয়াতে (Aquatika) অনুষ্ঠিত হতে চলেছে এই শো। ১৮ ফেব্রুয়ারি এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার দেখা যাক সব বাঁধা পেরিয়ে কোথায় অনুষ্ঠিত হয় অরিজিতের (Arijit Singh) শো?

ইকো পার্কের শো ঘোষণা করার পর তা বাতিল হয়ে যায়। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে অ্যাকোয়াটিকার শো বাতিল হবার কথা ঘোষণা করা হয়নি। কিন্তু, নিরাপত্তা নিয়ে আশঙ্কা কিছুতেই কাটছে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সত্যিই অ্যাকোয়াটিকাতে এই শো হবে তো? সূত্রের মাধ্যমে জানা গেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার এক কর্তা বলেছেন, এই শোয়ের জন্য তাদের কাছে আবেদন এসেছিল। নিয়ম অনুযায়ী যা করার করা হয়েছে। তবে কনসার্ট বাতিল নিয়ে কোনও তরফ থেকেই কোনো খবর আসেনি।

ইকো পার্ক (Eco Park) থেকে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট সরে যাওয়ায় অনেক রাজনৈতিক জটলা হয়েছিল। কিন্তু, হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, জি ২০ সামিটের জন্য অরিজিৎ সিংয়ের কনসার্টের সুরক্ষা দেওয়া সম্ভব নয়। পুলিশের তরফেও বিষয়টি উদ্যোক্তাদের জানানো হয়েছে।

উপযুক্ত অনুমতি না নিয়েই কনসার্টের জায়গা ঘোষণা করে কীভাবে টিকিট বিক্রি শুরু হল? এই বিষয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপরেই ইকো পার্কের বিকল্প হিসেবে দু’টি জায়গার কথা উঠে এসেছিল। প্রথমটি নিকো পার্ক এবং দ্বিতীয়টি অ্যাকোয়াটিকা। শেষ পর্যন্ত আয়োজকরা এই কনসার্টের জন্য অ্যাকোয়াটিকাকেই বেছে নিয়েছিলেন।

কনসার্ট ঘোষণার দিন থেকেই ভক্তদের মধ্যে শো নিয়ে উন্মাদনা তুঙ্গে। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘পেটিএম ইনসাইডার’-এ দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অ্যাকোয়াটিকাতেই অনুষ্ঠিত হবে এই কনসার্ট। কিন্তু, শো না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না আয়োজকরা। অরিজিৎ সিংয়ের কনসার্টের সুরক্ষা নিয়ে রীতিমতো তৎপর প্রশাসন। কিন্তু, এরই মধ্যে শোয়ের স্থান নিয়ে রীতিমতো আলোচনা চলছে। এই শোয়ের টিকিট চড়া দামে বিক্রিও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে যে, শোয়ের ডায়মন্ড টিকিটের দাম উঠেছে ৭৫ হাজার টাকা পর্যন্ত।