শুধু সমুদ্রে ঝাঁপানো নয়, নতুন দিঘা নিয়ে এবার দুর্দান্ত পরিকল্পনা নিল প্রশাসন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাঙালি মন হলো ভ্রমণপিপাসু। একদিনের জায়গায় দুদিন ছুটি মিললেই তারা আর ঘরবন্দি থাকতে চান না। বেরিয়ে পড়েন হাতের কাছে থাকা কোন না কোন জায়গায়। তবে বাঙ্গালীদের ঘোরার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় জায়গা হল দীঘা (Digha)। ইদানিংকালে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নতুন দিঘা, পুরাতন দিঘা, মন্দারমনি ছাড়াও তাজপুর, শংকরপুর সহ বিভিন্ন সি বিচ জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে।

Advertisements

তবে দীঘা হোক অথবা দীঘার পার্শ্ববর্তী মন্দারমনি তাজপুর সহ বিভিন্ন সি বিচ ঘুরতে যাওয়া মানেই অধিকাংশ পর্যটক ভাবেন সমুদ্রে স্নান করা। শুধু সমুদ্রে ঝাঁপানোর কথা মাথায় আসতেই আবার অনেক পর্যটক কেমন একঘেয়েমির মধ্যে পড়ে যান। কিন্তু এই একঘেয়েমীর দিন এবার শেষ হতে চলেছে। কেননা প্রশাসনের তরফ থেকে নতুন এবং পুরাতন দুই দীঘার ভোল পরিবর্তনে একের পর এক পদক্ষেপ নিচ্ছে।

Advertisements

ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে পুরাতন দীঘায় বছর দুয়েক আগে সাজিয়ে গুছিয়ে বিশ্ববাংলা পার্ক নামে একটি পার্ক তৈরি করা হয়েছিল। বর্তমানে ওল্ড দিঘায় সেই পার্কের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এবার এই জনপ্রিয়তার দিকে তাকিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে নতুন দিঘাতেও নজর যাওয়া শুরু হল। আর সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি নতুন দিঘাতে একটি বড় পার্ক তৈরি করা হবে।

Advertisements

গত বৃহস্পতিবার দীঘায় যে সকল অবৈধ নির্মাণ রয়েছে সেই সকল অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার জন্য অভিযান চালানো হয়। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শনে যান। তারা এলাকা পরিদর্শন করার পর পর্যটকদের স্বাচ্ছন্দের জন্য সমস্ত রকম সুবন্দোবস্ত করা হবে বলে দাবি করেন।

এই বিষয়ে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি জানিয়েছেন, “পর্যটকরা যাতে কোথাও কোনো রকম অসুবিধা সম্মুখীন না হন সেই বন্দোবস্ত করবে প্রশাসন। সেই বন্দোবস্ত করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি ওল্ড দীঘায় যে পার্কটি তৈরি করা হয়েছে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রচুর পর্যটকদের পছন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবার সেই মতো নতুন দিঘাতে একটি বড় পার্ক তৈরি করা হবে। আর যে সকল অবৈধ কাজকর্ম চলছে সব বন্ধ করে দেওয়া হবে।”

Advertisements