LIC Health Insurance: রাতের ঘুম উড়ল Star Health, TATA-র! এবার হেলথ ইন্সুরেন্স নিয়ে বড় পরিকল্পনা LIC-র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্বাস্থ্য বীমা অর্থাৎ হেলথ ইনসিওরেন্স এখন প্রত্যেক মানুষের জন্যই অত্যন্ত জরুরি। যেভাবে দিন দিন বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে আর রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে যেভাবে খরচ বাড়ছে তাতে একটি হেলথ ইন্সুরেন্স (Health Insurance) অনেক কিছুর সমাধান হতে পারে। এমনকি সরকারের তরফ থেকেও এই বিষয়টির দিকে ব্যাপক জোর দেওয়া হচ্ছে।

Advertisements

সরকারের তরফ থেকেও দেশের প্রত্যেকটি নাগরিকদের যাতে অন্ততপক্ষে একটি করে হেলথ ইন্সুরেন্স থাকে তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। তবে অনেকেই রয়েছেন যারা সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত না করে বিভিন্ন সংস্থায় নিজেদের হেলথ ইনসিওরেন্স করান অথবা করাতে পছন্দ করেন। আসলে যতই হোক, সরকারি প্রকল্পের তুলনায় টাকা দিয়ে যে সকল হেলথ ইনসিওরেন্স করা হয় সেগুলিতে অনেক বেশি সুবিধা পাওয়া যায়।

Advertisements

বর্তমানে ভারতের বাজারে যে সকল হেলথ ইনস্টিওরেন্স সংস্থার রমরমা বাজার রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো স্টার হেলথ, টাটা এআইজি হেলথ ইনসিওরেন্স, চোলা মন্ডলম ইত্যাদি ইত্যাদি। তবে এই সকল সংস্থার এবার রাতের ঘুম উড়তে চলেছে, কেননা এবার স্বাস্থ্য বীমার জগতে পা রাখতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় ইনসিওরেন্স সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LICI)।

Advertisements

এলআইসি সূত্রে জানা যাচ্ছে, এবার তাদের তরফ থেকে খুব তাড়াতাড়ি এলআইসি স্বাস্থ্য বীমা (LIC Health Insurance) আনা হবে। এর জন্য তারা অধিগ্রহণ নেওয়ার প্রক্রিয়াতেও রয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে এলআইসি জীবন বীমা তে একছত্র রাজ করার পর এবার তারা স্বাস্থ্য বিমায় পা রাখবে বলেই জানা যাচ্ছে। আর এই সংস্থা স্বাস্থ্য বীমা ক্ষেত্রে পা রাখলে দেশের স্বাস্থ্য বীমা সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে এমনটাও আশা করা হচ্ছে।

আরও পড়ুন ? Lapsed LIC Policy: অনায়াসে সক্রিয় করা যাবে ল্যাপসড এলআইসি পলিসি, নয়া ব্যবস্থা সংস্থার

বর্তমানে এলআইসির হেলথ ইন্স্যুরেন্স নেই এমন নয়। ইতিমধ্যেই তাদের ৯০৫ ও ৯০৬ নামে দুটি প্ল্যান রয়েছে যেগুলির একটি ক্যান্সার রোগের ক্ষেত্রে কভারেজ দেয়। তবে এই সকল প্ল্যানের ক্ষেত্রে ব্যবস্থাপনায় অনেক জটিলতা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছর সংসদীয় প্যানেল একসঙ্গে একাধিক ইনসিওরেন্স চালু করার প্রস্তাব দিয়েছিল। আর এই সমস্ত বিষয় মাথায় রেখে এলআইসি এবার তাদের ব্যবস্থায় বদল আনতে চলেছে। যে বদলের পরিপ্রেক্ষিতে হাসপাতালের খরচ বা ক্যাশলেস চিকিৎসার ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে। এই বিষয়ে এলআইসির চেয়ারম্যান সিদ্ধান্ত মোহান্তি জানিয়েছেন, তাদের তরফ থেকে গ্রাউন্ড লেভেলে কাজ করা শুরু হয়েছে। নতুন সরকার গঠন হলেই তারা কম্পোজিট লাইসেন্সের অনুমোদন পেয়ে যাবেন আশা করছেন।

এলআইসি হেলথ ইন্সুরেন্সের বাজারে পুরোপুরি ভাবে নামলে বেসরকারি অন্যান্য যে সকল সংস্থাগুলি হেলথ ইনসিওরেন্স প্রদান করে থাকে তাদের একচেটিয়া বাজার শেষ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় অনেক সস্তায় এবং অনেক সুবিধাজনক হেলথ ইন্সুরেন্স পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisements