দুয়ারে সরকার, দুয়ারে বিয়ে অতীত! এবার এসে গেল দুয়ারে শিল্প!

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূল আসার পর রাজ্যের বাসিন্দাদের উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে এই সরকারের তরফ থেকে একুশের বিধানসভা নির্বাচনের আগে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয় পরিষেবা প্রদানের ক্ষেত্রে। আর সেই পরিষেবা হলো দুয়ারে সরকার (Duare Sarkar)। যে পরিষেবার মধ্য দিয়ে সরকারি পরিষেবা নিজেদের এলাকায় পেতে শুরু করেন সাধারণ নাগরিকরা।

দুয়ারে সরকার কর্মসূচি সফল হওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি বাড়ি বিভিন্ন সরকারি পরিষেবা অথবা হাতের কাছে যাতে আমজনতারা নিজেদের প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন তার জন্য এই ধরনের একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। সেই সকল কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো দুয়ারে সমাধান, দুয়ারে বিয়ে অর্থাৎ নিকটবর্তী রেজিস্ট্রি অফিসেই বিয়ে ইত্যাদি। আর এবার এসবের পর এসে গেল দুয়ারে শিল্প।

যদিও রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের নাম দুয়ারে শিল্প রাখা হয়নি। তবে এর কাজ অনেকটাই দুয়ারে সরকারের মতোই। কেননা এই প্রকল্পের মধ্য দিয়ে এবার পাড়ায় পাড়ায় শিল্পের সমাধান করা হবে। রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং ব্লক স্তরে শিল্পের প্রসার ঘটানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। দুয়ারে সরকারের ধাঁচেই ছোট ছোট শিল্প উদ্যোগীদের কাছে পৌঁছাতে রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘শিল্পের সমাধানে’ (Shilper Samadhane)।

রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ যোগাতে রাজ্য সরকারের তরফ থেকে নতুন এই যে প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তা শুরু হয়েছে গত ১ আগস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে। রাজ্য সরকারের নতুন এই কর্মসূচি চলবে ১৮ আগস্ট পর্যন্ত। নতুন এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকার গ্রাম থেকে শহর সব জায়গায় ক্যাম্প বসাবে বলে জানা গিয়েছে। সোমবার থেকে শুক্রবার অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন এই ক্যাম্প বসবে।

এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ৯,৬০০ টি আবেদন এবং উদ্যম রেজিস্ট্রেশনে ১৪ হাজার জনকে যুক্ত করা। এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে পোর্টালে নাম নথিভুক্ত করলে সরকারি প্রতিষ্ঠানগুলিতে কোন মধ্যস্থতাকারী ছাড়াই পণ্য সামগ্রী বিক্রি করা যাবে। সহজেই ধরে নেওয়া যাবে দেশীয় বাজার। এছাড়াও নতুন নতুন পণ্য সামগ্রী সম্পর্কে অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে এবং উৎকর্ষ বাংলাতে নাম তোলানো ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও থাকছে।