নিজস্ব প্রতিবেদন : মেট্রো পরিষেবাকে (Kolkata Metro) তিলোত্তমার লাইফ লাইন বলা হয়ে থাকে। প্রতিদিন হাজার হাজার মানুষ কলকাতার মেট্রোর উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুল সংখ্যক মানুষের চাহিদার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ প্রতিনিয়ত তাদের মেট্রো পরিষেবাকে আরও সাজিয়ে তোলার পাশাপাশি যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য দেওয়ার উপর জোর দিচ্ছে।
ঠিক সেই রকমই এবার কলকাতা মেট্রো সফরে আসছে বড় বদল। এবার বাইরে থেকে দেখে যাত্রীদের চোখ ধাঁধিয়ে যাবে, আর চড়লে মিলবে আলাদা আনন্দ, আলাদা স্বাচ্ছন্দ্য। মূলত এমনটা হতে চলেছে কলকাতা মেট্রোয় নতুন রেকের আগমনের কারণে। কলকাতা মেট্রোয় এবার যুক্ত হতে চলেছে ডালিয়ান রেক। দুটি ডালিয়ান রেক কলকাতা মেট্রো সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যেই চলে এসেছে।
এনআর ৫১৩ এবং এনআর ৫১৪ এই দুটি রেক যেগুলি ডালিয়ান রেক হিসাবে পরিচিত, সেই দুটি রেক এখন এসে পৌঁছেছে কলকাতা মেট্রোর নোয়াপাড়া কারশেডে। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং সফর আরও আরামদায়ক করার জন্য এই ধরনের রেকে বিভিন্ন নতুন নতুন বৈশিষ্ট্য রয়েছে। যে সকল বৈশিষ্ট্য যাত্রীদের মেট্রো সফর পুরোপুরিভাবে বদলে দেবে।
আরও পড়ুন ? Metro Smart Card: কলকাতা মেট্রো হচ্ছে আরও স্মার্ট! নয়া ব্যবস্থা কর্তৃপক্ষের
মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের রেকের দরজা ১০০ মিমি চওড়া। এছাড়াও রয়েছে বসার জন্য বিশেষ ধরনের আসন। শুধু তাই নয়, এই ধরনের রেকের এয়ারকন্ডিশন অনেক উন্নতমানের, রেকের মধ্যে শব্দ কমানোর জন্য অত্যাধুনিক ব্যবস্থা থাকার পাশাপাশি রেকগুলির আলোকসজ্জা একেবারেই আলাদা ধরনের, যেগুলি যাত্রীদের জন্য হয়ে উঠবে মনমুগ্ধকর।
মেট্রোগুলির দরজা আগের তুলনায় চওড়া হওয়ার কারণে প্রবেশ এবং প্রস্থানের সুবিধা মিলবে। নতুন ব্যবস্থা থাকার ফলে সফরের সময় ঝাঁকুনি অনেকটাই কমে যাবে। এছাড়াও রেকের ভেতর রয়েছে সিসিটিভি ক্যামেরার সিকিউরিটি, মডিউলার ও চওড়া ভেস্টিব্যুল সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যবস্থা। এছাড়াও এই ধরনের রেকে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের বসার জন্য সুবিধাজনক ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই ধরনের রেকগুলিতে রয়েছে রেইন ওয়াটার চ্যানেল, পেইন্ট মুক্ত স্টেইনলেস স্টিল বডি, সাইড স্টপার সহ বিভিন্ন ধরনের উন্নত ব্যবস্থা।