দাম বাড়ার পর Airtel গ্রাহকদের নতুন রিচার্জ প্ল্যান, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের দ্বিতীয় জনপ্রিয় টেলিকম সংস্থা Airtel আগামী ২৬ নভেম্বর থেকে তাদের ট্যারিফ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ট্যারিফ অনুযায়ী গ্রাহকদের খরচ বাড়ছে ২০-২৫ শতাংশ। ইতিমধ্যেই সেই নতুন রিচার্জ প্ল্যানের তালিকা সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, এবার থেকে এই টেলিকম সংস্থার গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জ হচ্ছে ৯৯ টাকা।

Advertisements

৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে সংস্থার তরফ থেকে তাদের গ্রাহকদের টকটাইম দেওয়া হবে। ভ্যালিডিটি ২৮ দিন। কল রেট হবে প্রতি সেকেন্ডে এক পয়সা।

Advertisements

১৭৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, সারা মাসে ২ জিবি ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

Advertisements

২৬৫ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

২৯৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

৩৫৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

৪৭৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৫৬ দিন।

৫৪৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৫৬ দিন।

৪৫৫ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, ৮৪ দিনে ৬ জিবি ডেটা। ভ্যালিডিটি ৮৪ দিন।

৭১৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৮৪ দিন।

৮৩৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৮৪ দিন।

১৭৯৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, মোট ২৪ জিবি ডেটা। ভ্যালিডিটি ৩৬৫ দিন।

২৯৯৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৩৬৫ দিন।

ডেটা টপ-আপ

৫৮ টাকায় ৩ জিবি, ১১৮ টাকায় ১২ জিবি এবং ৩০১ টাকায় ৫০ জিবি।

Advertisements