ফাইনালে হারলেও ভারত ক্রিকেট বিশ্বকাপে গড়ল নতুন রেকর্ড! ১০ গোল খেলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এখনো পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের দুঃস্বপ্ন ভারতীয়দের মন থেকে কাটেনি। এখনো পর্যন্ত ১৪০ কোটি ভারতবাসী বিশ্বাস করতে পারছেন না, তাদের হাতে আসেনি বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি। শেষ লগ্নে ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বারের জন্য চ্যাম্পিয়ন হয়। প্রথম থেকে ভালো খেলেও শেষে তীরে এসে তরী ডোবার ঘটনা যেমন দেশবাসীর কাছে দুঃস্বপ্ন ঠিক সেই রকমই দুঃস্বপ্ন টিম ইন্ডিয়ার (Team India) প্রতিটি সদস্যের কাছেও।

Advertisements

টিম ইন্ডিয়া এবার ফাইনালে উঠেও বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি না পেলেও দলের সদস্যরা একের পর এক রেকর্ড তৈরি করেছেন। রেকর্ড তৈরি করার তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি। যিনি এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের অধিকারী হয়েছেন। এছাড়াও তার ঝুলিতে এসেছে এক দিবসীয় ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি সহ বিভিন্ন রেকর্ড।

Advertisements

একইভাবে রেকর্ড তৈরি করার এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, মহম্মদ শামি সহ আরও বেশ কয়েকজন তারকা। ব্যক্তিগত এই সকল রেকর্ড বাদ দিলেও ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে এবার দেশ এমন একটি রেকর্ড গড়ল, যার সামনে ১০ গোল খেয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মত দেশ। কেননা এতদিন তাদের ঝুলিতেই ছিল এই রেকর্ড।

Advertisements

ভারত ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করে যে রেকর্ড তৈরি করেছে তা হল স্টেডিয়ামে বসে দর্শকদের খেলা দেখার নিরিখে। ভারতে আয়োজিত এবারের ক্রিকেট বিশ্বকাপ হয়েছে মোট ১০ টি স্টেডিয়ামে। ওই ১০ টি স্টেডিয়ামে হওয়া খেলায় মোট ১২ লক্ষ ৫০ হাজার ৩০৭ জন দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। আপাতত এই রেকর্ড আর কোন দেশের নেই। দর্শকদের নিরিখে সবচেয়ে দেশি দাগ কেটেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। যেখানে ভারতের দুটি ম্যাচেই দর্শক সংখ্যা হয়েছিল ১ লক্ষ ৩২ হাজারের কাছাকাছি।

স্টেডিয়ামে দর্শক ভর্তি করার নিরিখে এর আগে উপরে ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে মোট ১০ লক্ষ ১৬ হাজার ৪২০ জন দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছিলেন। ২০১৯ সালে ইংল্যান্ডে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে ৭ লক্ষ ৫২ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছিলেন। এবার এই সব রেকর্ডকে ছাপিয়ে গেল ভারত।

Advertisements