নিজস্ব প্রতিবেদন : নিজস্ব বাড়ি তৈরি প্রয়োজন, নিজস্ব গাড়ি প্রয়োজন, এসবের ক্ষেত্রে অনেকেই রয়েছেন যাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে ব্যাঙ্ক থেকে লোন (Loan) নিয়ে থাকেন। ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হলে তার জন্য ঋণগ্রহীতাদের প্রতি মাসে মাসে লোনের টাকা শোধ করতে ইএমআই (EMI) দিতে হয়। আবার এই ইএমআই কত হবে তা নির্ভর করে কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্ধারিত রেপো রেটের উপর।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক ত্রৈমাসিকে তাদের একটি করে মনিটারি পলিসি কমিটির বৈঠক করে থাকে। যে বৈঠক শেষেই অধিকাংশ সময় রেপো রেট কত থাকবে তা ঘোষণা করা হয়। ঠিক সেই রকমই এবার নতুন সরকার গঠনের আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষ হয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস নতুন রেপো রেট (RBI New Repo Rate) ঘোষণা করেছেন।
রেপো রেট বৃদ্ধি করা হলে লোনের উপর ইএমআই-এর পরিমাণ বেড়ে যায় আর কমলে কমে যায়। এক্ষেত্রে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট ৬.৫০ শতাংশ রাখার ঘোষণা করল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ঘোষণার ফলে আগামী তিন মাস রেপো রেট ৬.৫০ শতাংশই থাকবে। এর আগেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ওই একই রেপো রেট রাখা হয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আগামী তিন মাসের জন্য রেপো রেট একই রাখার ফলে ঋণগ্রহীতাদের নতুন করে EMI বৃদ্ধির আশঙ্কা থাকছে না। তবে দিন কয়েক আগে রেপো রেট কমার যে সম্ভাবনার কথা মনে করা হচ্ছিল তা হয়নি। এর ফলে যে সকল ঋণগ্রহীতারা রেপো রেট কমার ফলে ইএমআই কমার আশা করছিলেন তাদের সেই আশা পূর্ণ হলো না। যদিও স্বস্তি রেপো রেট না বাড়ানোয়।
অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশ থাকবে। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ফেসিলিটি রেট ৬.৭৫ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে। ব্যাঙ্ক রেটও থাকবে ৬.৭৫%। অন্যদিকে ফিক্সড রিভার্স রেপো রেট থাকবে ৩.৩৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল এবং তার পর থেকে এখনো পর্যন্ত ওই একই রেট রাখা হয়েছে।