নিজস্ব প্রতিবেদন : গ্রীষ্ম হোক অথবা শীত, বছরের অধিকাংশ সময়ই বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ভিড় জমাতে দেখা যায় দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি এলাকায়। তবে দার্জিলিং হোক অথবা উত্তরবঙ্গের অন্য কোন পাহাড়ি এলাকায়, ঘুরতে গেলেই বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে থাকে। বিপুল পরিমাণ খরচ মূলত বেশি হয়ে থাকে যাতায়াতের ক্ষেত্রে। তবে এবার সস্তায় দার্জিলিং যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC Bus for Darjeeling) তরফ থেকে নতুন এক রুটে বাস চালানো হবে।
পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা দার্জিলিং এবং পার্শ্ববর্তী এলাকা হয়ে থাকলেও এই সকল জায়গায় পৌঁছাতেই হাজার হাজার টাকা খরচ করতে হয় কেবলমাত্র যাতায়াতের জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশন অথবা শিলিগুড়ি বাস টার্মিনাল পর্যন্ত অনেকটা সস্তায় পৌঁছে গেলেও পাহাড়ে উঠতেই খরচ হয় সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা। যে সকল পর্যটকরা কম বাজেট নিয়ে ঘুরতে যান তারা এই সকল গাড়ির পিছনে খরচ করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েন।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিয়মের তরফ থেকে এতদিন পর্যন্ত পর্যটকদের অন্যতম জনপ্রিয় শহর মিরিক পর্যন্ত বাস চালানো হলেও সেখান থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য প্রাইভেট গাড়ি অথবা ছোট গাড়ি ছাড়া উপায় থাকে না পর্যটকদের। যে কারণে এক্ষেত্রেও খরচ অনেকটাই বেড়ে যায়। আর এই সমস্ত বিষয়ের উপর মাথায় রেখে এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নিল।
আরও পড়ুন ? Sikkim: পর্যটকদের জন্য দারুণ খবর, এবার মাত্র ১৯০ টাকায় ঘুরে আসুন সিকিম
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং পর্যন্ত বাস পরিষেবা চালু হয়ে যাবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত দুটি বাস পরিষেবা চালু করা হয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে পাহাড়ের প্রত্যেকটি রুট লাভজনক হওয়ার কারণে নিগমের তরফ থেকে সমস্ত রুটেই বাস পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে ইতিমধ্যেই পাহাড়ের বিভিন্ন রুটে বাস চালিয়ে পর্যটকদের সস্তায় পরিষেবা দেওয়া হয়ে থাকে। নিগমের তরফ থেকে ১৫টি বাস চালানো হয়, যেগুলির মধ্যে ৯টি শিলিগুড়ি ডিপো থেকে, তিনটি দার্জিলিং ডিপো থেকে, এছাড়াও কালিম্পং থেকে দার্জিলিং হয়ে শিলিগুড়ি পর্যন্ত দুটি বাস যাতায়াত করে থাকে। পাশাপাশি জলপাইগুড়ি থেকে দার্জিলিং রুটে একটি বাস প্রতিদিন পরিষেবা দেয়। এসবের মধ্যেই এবার দার্জিলিং যাওয়ার নতুন রুট অর্থাৎ শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার বাস চালু করতে চলেছে উত্তরবঙ্গর রাষ্ট্রীয় পরিবহন নিগম।