নিজস্ব প্রতিবেদন : জনসংখ্যার নিরিখে ভারত বিশ্বের অন্যতম একটি দেশ। বিপুল জনসংখ্যার পাশাপাশি দেশে প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের সংখ্যা। আবার নজর রাখলে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি তালে তাল মিলিয়ে বাড়ছে দুর্ঘটনা এবং দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা। যে কারণে এবার কেন্দ্র বড় গাড়ির ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে।
নতুন নিয়ম আনার পিছনে রয়েছে যাত্রীদের সুরক্ষার পরিকাঠামো উন্নত করা। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির উদ্যোগে বড় গাড়ির পরিকাঠামোয় বিপুল পরিবর্তন আসতে চলেছে। বড় গাড়ির ক্ষেত্রে চালক এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই একটি ড্রাফ্ট নোটিফিকেশনের অনুমোদন দিয়েছে সরকার।
ড্রাফ্ট ওই নোটিফিকেশনে বলা হয়েছে, যেসকল গাড়িতে ৮ জন যাত্রী বসা যায় সেই সকল গাড়িতে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে ৬টি এয়ারব্যাগ। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে দফতরের মন্ত্রী নীতিন গড়কড়ি শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এয়ারব্যাগের সংখ্যা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে এবং তাতে অনুমোদনও মিলেছে।
এতদিন পর্যন্ত এই ধরনের গাড়ির ক্ষেত্রে এয়ারব্যাগ থাকে গাড়িতে যারা সামনে বসে থাকেন তাদের জন্য। কিন্তু দুর্ঘটনা ঘটলেই লক্ষ্য করা গিয়েছে, সামনে যারা বসে থাকেন তারা বাদে পিছনের যাত্রীরাও আহত হন। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটতে লক্ষ্য করা যায়। এসবের পরিপ্রেক্ষিতেই আরও চারটি এয়ারব্যাগ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিলো কেন্দ্র।
In order to enhance the safety of the occupants in motor vehicles carrying upto 8 passengers, I have now approved a Draft GSR Notification to make a minimum of 6 Airbags compulsory. #RoadSafety #SadakSurakshaJeevanRaksha
— Nitin Gadkari (@nitin_gadkari) January 14, 2022
পাশাপাশি এই ড্রাফট নোটিফিকেশনে বলা হয়েছে, যেসকল এয়ারব্যাগ ব্যবহার করা হবে তার মধ্যে দুদিকে টরসো এয়ারব্যাগ ও দুদিকে টিউব এয়ারব্যাগের মাধ্যমে সমস্ত যাত্রীদের সুরক্ষা প্রদান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সমস্ত ধরনের গাড়িতে এই ব্যবস্থা রাখতে হবে তাতে তা যে দামই হোক না কেন। এই ব্যবস্থাপনা হলে দুর্ঘটনার সময় এয়ারব্যাগ খুলে যাবে এবং যাত্রীরা সুরক্ষিত থাকবেন।