নিজস্ব প্রতিবেদন : হাতে আর একদিনও নেই, আর তার মধ্যেই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। আগামী শুক্রবার অর্থাৎ ২২ মার্চ শুরু হবে ১৭ তম আইপিএল। তবে ১৭ তম আইপিএল শুরু হওয়ার আগেই বিসিসিআই এমন একটি নিয়মে বদলের (IPL New Rule) ঘোষণা করল যার পরিপ্রেক্ষিতে রীতিমতো মাথায় হাত পড়তে শুরু করেছে ব্যাটারদের।
আইপিএল টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কারণে প্রতিটি দল ২০ ওভার করে খেলার সুযোগ পায়। কিন্তু এই ২০ ওভারেই প্রত্যেক দলকে যেভাবে রানের পাহাড় গড়তে দেখা যায় তাতে বোলারদের কদর যেন দিন দিন কমে যাচ্ছে। তবে এবার বিসিসিআই নতুন যে নিয়মের ঘোষণা করেছে তাতে বোলারদের নতুন করে পারফরম্যান্স দেখানোর সুযোগ মিলবে।
এতদিন পর্যন্ত যে নিয়মে আইপিএল খেলা হত সেই নিয়ম অনুযায়ী এক একজন বোলার এক ওভারে সর্বাধিক একটি বাউন্সার দিতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুসারে ১৭ তম আইপিএলে এক একজন বোলার এক ওভারে সর্বাধিক দুটি বাউন্সার দিতে পারবেন। হিসেব অনুযায়ী একেকটি দল বোলিং করার সময় মোট ৪০টি বাউন্সার দিতে পারবে। ৪০টি বাউন্সার অর্থাৎ প্রায় ৭ ওভার। আর এই ৭ ওভারে রানের পাহাড়ে লাগাম আনতে পারবেন বোলাররা বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন ? Tata IPL 2024 Schedule: পুরো নয়, ঘোষিত হল আইপিএলের আধা সূচি, দেখে নিন কবে কার খেলা
এর পাশাপাশি আরও বেশ কিছু নতুন সংযোগ করা হয়েছে ১৭ তম আইপিএলে। গত বছর থেকে যেমন আইপিএলে হোয়াইড ও নো বলের জন্য বোলাররা রিভিউ নিতে পারতেন, ঠিক সেইরকমই এবার স্টাম্পিং, ক্যাচ ধরার মতো বিষয়েও রেফারাল নেওয়া যাবে। এর ফলে আম্পায়ারদের যেমন সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে ঠিক সেই রকমই আবার দলগুলির ক্ষতি হবে না।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, চলতি বছর ১৭ তম আইপিএল শুরু হওয়ার ঠিক ২৪ ঘন্টা আগে চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। এবার ঋতুরাজকে দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।