আধার, ভোটার অতীত! এবার শুধু এই নথি থাকলেই হয়ে যাবে সব কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন বাড়ছে দেশের জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সরকারের দায়িত্বও। আর সেই সকল দায়িত্ব পালন করতে গিয়ে যাতে কোথাও কোনোরকম খামতি না থাকে তার জন্য হামেশায় নানান নিয়মে পরিবর্তন আনা হয়। ঠিক সেইরকমই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নিয়মে এমন বদল আনা হলো যাতে আধার (Aadhaar) না হলেও চলবে, কিন্তু প্রয়োজন হবে নির্দিষ্ট করে দেওয়া নথিটি।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে নিয়ম আনা হয়েছে তা লাগু হবে আগামী ১ অক্টোবর ২০২৩। অর্থাৎ হাতে আর মাত্র দিন কয়েক। নতুন নিয়ম অনুযায়ী এবার যে সকল নাগরিকরা ড্রাইভিং লাইসেন্স (Driving License) করাতে চাইছেন তাদের আধার অথবা অন্য কোনো নথি না থাকলেও হবে, শুধু দিতে হবে বার্থ সার্টিফিকেট (Birth Certificate)। শুধু ড্রাইভিং লাইসেন্স নয়, এর পাশাপাশি পাসপোর্ট (Passport), আধার কার্ড সহ যা বানাতে চাইলেও বার্থ সার্টিফিকেট থাকলেই হবে।

Advertisements

সবকিছুই এবার হয়ে যাবে কেবল বার্থ সার্টিফিকেট থাকলেই, এর পরিপ্রেক্ষিতে গত বাদল অধিবেশনে সংসদে কেন্দ্রের তরফ থেকে বিল পাশ করে তা আইনে পরিণত করা হয়েছে। ১১ আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয়কক্ষে পাশ হওয়া বিলে সই করে তা আইনে পরিণত করার সম্মতি দিয়ে দিয়েছেন। এই বিষয়টি আইনে পরিণত হয়ে যাওয়ার ফলে এখন বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকখানি বৃদ্ধি পেল। এছাড়াও নতুন নিয়ম অনুসারে জন্ম এবং মৃত্যু দুই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisements

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে গত ১৩ সেপ্টেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) ২০২৩ এর ১ এর উপর ধারা (২) অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে নতুন এই নিয়ম লাগু করা হচ্ছে। নতুন এই বিজ্ঞপ্তি এবং আইনের ফলে এবার স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে বিয়ের রেজিস্ট্রেশন সব ক্ষেত্রেই বার্থ সার্টিফিকেট একক নথি হিসাবে ব্যবহার করা যাবে।

এর পাশাপাশি নতুন নিয়ম অনুসারে কার জন্মস্থান কোথায়, স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে চাকরিতে নিযুক্ত হওয়া ইত্যাদির ক্ষেত্রে জটিলতা কমে যাবে। কেননা আধার, ভোটার কার্ড সহ বিভিন্ন ধরনের নথির পরিবর্তে এবার এককভাবে বার্থ সার্টিফিকেট ব্যবহার করা যাবে। সরকারের তরফ থেকে দাবী করা হচ্ছে, নতুন এই ব্যবস্থার ফলে দেশের প্রতিটি নাগরিক অনেক উপকৃত হবেন।

Advertisements