ইলেকট্রিক বিলের নিয়মে আসছে বদল! দিনে ছাড়, রাতে বাঁশ!

নিজস্ব প্রতিবেদন : ইলেকট্রিক ছাড়া এখন একদণ্ড বাঁচা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। বিশেষ করে এই গরমে ফ্যান, এসি, কুলার ইত্যাদি ছাড়া থাকা অসম্ভব। এমন পরিস্থিতিতে দিন দিন বাড়ছে বিদ্যুতের চাহিদা। আবার হিসাবহীন বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে বাড়ছে লোডশেডিং সহ অন্যান্য নানান সমস্যা। এমন পরিস্থিতিতে ইলেকট্রিক বিল (Electricity Bill New Rules) নিয়ে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র।

কেন্দ্রের তরফ থেকে ইলেকট্রিক বিল নিয়ে নতুন যে নিয়ম আনা হচ্ছে তা আগামী কয়েক মাসের মধ্যেই কার্যকর হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই নিয়ম সাধারণ মানুষকে লাভের মুখ দেখাবে বলেও আশা করা হচ্ছে। যদিও নতুন নিয়ম সুফল না কুফল হয় তা সময় বলবে। কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে নিয়ম আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে দিন এবং রাতের জন্য আলাদা আলাদা ইলেকট্রিক বিল আসবে।

বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এমনটাই জানানো হয়েছে। নতুন নিয়ম অনুসারে, দিনের বেলায় খরচ হওয়া ইলেকট্রিক বিলের ক্ষেত্রে ২০ শতাংশ মাসুল কম দিতে হবে গ্রাহকদের। অর্থাৎ দিনের বেলায় যত ইউনিট বিদ্যুৎ খরচ হবে তা থেকে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। কিন্তু রাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে তার উপর ২০ শতাংশ পর্যন্ত বেশি মাশুল দিতে হবে। শুক্রবার কেন্দ্রীয় শক্তি মন্ত্রণালয়ের তরফ থেকে এমনটা জানানো হয়েছে।

কিন্তু কেন এমন পদক্ষেপ বা এই ধরনের নিয়ম জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? জানা গিয়েছে গত কয়েক বছর ধরে গ্রীষ্মকালে অপ্রত্যাশিতভাবে বেড়েছে বিদ্যুতের চাহিদা। অপ্রত্যাশিতভাবে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে গ্রিডগুলির উপর অতিরিক্ত চাপ পড়ছে। এই চাপ কমানোর জন্যই এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

নতুন এই যে নিয়ম জারি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাস থেকে চালু হতে পারে। প্রথমদিকে এই নিয়ম বাণিজ্যিক গ্রাহক এবং শিল্পাঞ্চলগুলির ক্ষেত্রে জারি করা হতে পারে। এর এক বছর পর কৃষি ক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রে একই নিয়ম জারি করা হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি সৌরশক্তি সহ অন্যান্য অপ্রচলিত শক্তির ব্যবহার যাতে বৃদ্ধি পায় তার দিকেও জোর দেওয়া হবে।