বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের নিয়ম, এবার এটি লাগবেই, জানিয়ে দিল সংসদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Examination) সামনে এসেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সামনে আসার পাশাপাশি যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা উচ্চস্তরের পড়াশোনার জন্য ভর্তি এবং প্রস্তুতি নিতে শুরু করেছেন। আবার অন্যদিকে যারা একাদশ শ্রেণীর পড়ুয়া তারা পাস করে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

Advertisements

আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের প্রত্যেককেই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দেওয়ার পাশাপাশি মুখিয়ে রয়েছেন রেজিস্ট্রেশনের জন্য। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই আনা হলো একটি বড় পরিবর্তন। আর সেই পরিবর্তন অর্থাৎ নিয়ম না মানলে পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ নাও মিলতে পারে।

Advertisements

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে লাগবে পরীক্ষার্থীদের আধার কার্ড (Aadhaar Card)। রেজিস্ট্রেশন করার সময় আধার দেওয়া না হলে পরীক্ষায় বসার সুযোগ হারাতে পারেন পরীক্ষার্থী। সুতরাং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এমন ঘোষণার পর প্রতিটি পরীক্ষার্থীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে।

Advertisements

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১৬ আগস্ট। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে এই সময়সীমার মধ্যে যারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন না তারা পরবর্তীতে ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু সেই রেজিস্ট্রেশন করার জন্য তাদের লেট ফি দিতে হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বুধবার। সেই বিজ্ঞপ্তিতে এমনটাও জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের যে সকল ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত আধার কার্ড জমা দেননি তাদের অনলাইন পোর্টালের মাধ্যমে আধার নম্বর জানাতে হবে। এই কাজটিও করা যাবে ১৬ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। এমনকি সংসদের তরফ থেকে জানানো হয়েছে, আধার নম্বর না থাকলে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড তৈরিতে সমস্যা হতে পারে। এমনকি যাদের আধার নম্বর সংযুক্ত থাকবে না তাদের পরীক্ষাতে বসার অনুমতি নাও দেওয়া হতে পারে।

Advertisements