নিজস্ব প্রতিবেদন : নতুন অর্থবর্ষ অর্থাৎ আগামী ১লা এপ্রিল থেকে অর্থনৈতিক ব্যবস্থায় যেসকল পরিবর্তন আসছে তার মধ্যে অন্যতম একটি পরিবর্তন হলো ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের অটো পেমেন্ট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।
এর আগে পর্যন্ত বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যেমন Netflix, Amazon Prime, Disney+Hotstar ইত্যাদির ক্ষেত্রে গ্রাহকদের সাবস্ক্রিপশন করা থাকলে সাবস্ক্রিপশনের দিন হিসেবে সময়সীমা শুরুর আগেই ওই সকল সংস্থার তরফ থেকে সাবস্ক্রিপশন বাবদ টাকা কেটে নেওয়া হতো। সেক্ষেত্রে টাকা কেটে নেওয়ার পর গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ দিয়ে জানানো হতো টাকা কাটার বিষয়টি এবং সাবস্ক্রিপশন রিনিউ করার বিষয়টি। কিন্তু এবার থেকে তা আর হবে না।
নিয়ম বদলের পর সাবস্ক্রিপশনের সেই টাকা কাটার আগে গ্রাহকদের কাছ থেকে সম্মতি নিতে হবে। সম্মতি নেওয়ার জন্য সংস্থাকে আগে থেকেই গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেলে টাকা কাটার বিষয়টি জানাতে হবে। এরপর গ্রাহকরা সম্মতি দিলে তবেই সেই টাকা কাটা সম্ভব হবে। এই পরিষেবা চালু হয়ে যাওয়ার পর গ্রাহকরা ইচ্ছে করলে সম্মতি নাও দিতে পারেন এবং পেমেন্ট বাতিল করতে পারেন।
[aaroporuntag]
এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ৫০০০ টাকার বেশি কাটার ক্ষেত্রে গ্রাহকদের থেকে ওটিপির মাধ্যমে সম্মতি নিতে হবে। আর এই সম্পূর্ণ পরিষেবার জন্য ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের কাছে কোন রকম আলাদা শুল্ক ধার্য করা হবে না।